আমাদের কথা খুঁজে নিন

   

পাঁচটি অণুকাব্য

অপূর্ণতার মাঝে পূর্ণতা খুঁজি,এসো নতুন করে জীবনের মানে বুঝি.... ১. আমি খুব নগন্য তুমি তাই অনন্য তাই হয়ে যাই বন্য প্রিয় তোমার জন্য। ২. চাঁদ যদি ঢাকা পড়ে গ্রহণ কালে আসিবে সে নিজ রুপে ক্ষণকাল পরে। ৩. এ যেন বেলা শেষে অবেলার ডাক নির্ঘুম আধার রাত্রি কেটে যাক। আসুক আবার একটি সোনালী সকাল ঘুচে যাক ব্যার্থতার হতাশার আকাল। ৪. চেয়ে আছি মুখো পানে দেখা হলো না কি জানি কি জাদু আছে বোঝা হলো না কিভাবে যে বলি তারে বলা হলো না। ৫. পথ চলা হলো না শুরু ভয়ে কাপে মন দুরু দুরু আমি হয়ে গেছি আজ ভিরু তোমার চোখে চোখ রেখে পারু।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।