আমাদের কথা খুঁজে নিন

   

মহাবিশ্বের সর্ববৃহৎ পানির ভাণ্ডার !!!

আমি আগা গোড়ায় মোড়ানো পুরোপুরি একজন মুক্তমনা মানুষ। জ্যোতির্বিজ্ঞানীরা বিশ্ব ব্রহ্মান্ডের বৃহত্তম এবং সবচেয়ে দূরবর্তী একটি পানির মজুদ আবিষ্কার করেছেন। ম্যাট ব্রাডফোর্ডের নেতৃত্বে ক্যালিফোর্নিয়ার টেকনোলজি ইনস্টিটিউটের একদল জ্যোতির্বিজ্ঞানী ত্রিশ বিলিয়ন ট্রিলিয়ন মাইল দূরের কোয়াসারে এ পানির মজুদ দেখতে পেয়েছেন। এ পানি বিশ্বের সব মহাসাগরের সম্মিলিত পানির চেয়ে কমপক্ষে ১৪০ ট্রিলিয়ন গুন বেশি এবং এ কোয়াসার সূর্যের চেয়ে এক লাখ গুণ বড়। আজ শনিবার দ্য হিন্দু'র এক সংবাদে একথা বলা হয়।

কোয়াসার হলো মহাকাশের সবচেয়ে উজ্জ্বলতম বস্তু। কোয়াসারগুলো এত দূরে যে, কোনো কোনোটি থেকে পৃথিবীতে আলো পৌঁছতে সময় লাগে ১২ বিলিয়ন বছর। এ কোয়াসারের আশপাশের পরিবেশ বিচিত্র। জ্যোতির্বিজ্ঞানীরা এপিএম ০৮২৭৯+৫২৫৫ নামে পরিচিত একটি বিশেষ কোয়াসার পর্যবেক্ষণ করছিলেন। এতে সূর্যের চেয়ে ২০ বিলিয়ন বড় একটি কালো গহ্বর রয়েছে।

কোয়াসারে কোটি কোটি সূর্যের সমান তাপ উৎপন্ন হয়। মহাকাশে পানির অস্তিত্ব কোনো নতুন ঘটনা নয়। ছায়াপথেও জলীয় বাষ্প রয়েছে। তবে তা কোয়াসারের চেয়ে চার হাজার গুণ কম। বরফের আকারে পানি জমাট অবস্থায় আছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.