আমাদের কথা খুঁজে নিন

   

কার চেয়ে কে বেশি খারাপ !

সম্প্রতি সুরঞ্জিত বাবু বলেছেন : সংবিধানের ৪৯ অনুচ্ছেদের ধারা অনুযায়ী রাষ্ট্রপতি যেকোনো সাজাপ্রাপ্ত আসামিকে ক্ষমা করতে পারেন অথবা তাঁর সাজা কমাতে পারেন। এ ব্যাপারে রাষ্ট্রপতিকে সংবিধান অনেক ক্ষমতা দিয়েছে। রাষ্ট্রপতি বিপ্লবকে ক্ষমা করে কোনো অন্যায় করেননি । মওদুদ আহমদ বলেছেন : বিএনপির সময় ফাঁসির আসামি মহিউদ্দিন ঝিন্টুর মৃত্যুদণ্ড মওকুফের তুলনা নুরুল ইসলামের খুনির বিপ্লবের সঙ্গে হতে পারে না। কেননা, ঝিন্টুর ফাঁসির আদেশ হয়েছিল মার্শাল ল আমলে ক্যাঙ্গারু কোর্টে।

আর বিপ্লবকে দণ্ড দিয়েছে প্রচলিত আদালত। একই ঘটনা দুই সরকারের আমলেই হয়েছে এবং যা কি না খুবই ঘ্ননীত । এখন মওদুদ আহমদ এবং সুরঞ্জিত বাবু লড়াই করছেন কে বেসি ঘ্ননীত কাজ করছে । অমার প্রস্ন হলো B.A.L কনো নিন্দিত বা অন্যায় কাজ করলেই বলে B.N.P ও তো করসে । এটা কনো যুক্তি হতে পারেনা।

খারাপ কাজ সব সময় ই খারাপ সেটা স্বীকার করতে হবে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.