আমাদের কথা খুঁজে নিন

   

একজন শিল্পী মাহমুদুজ্জামান!

রক্ত চাইলে রক্ত নে, রাজাকার মুক্ত বাংলাদেশ দে...

"আমি বাংলায় গান গাই..." বন্ধুরা, মনে পড়ে সেই অসম্ভব সুন্দর গানটির কথা? এই গানটির শিল্পী ছিলেন "মাহমুদুজ্জামান"। তার গাওয়া ভিন্ন ধারার বেশ কিছু গান অসম্ভব জনপ্রিয়তা পেয়েছিল, তার মধ্যে "ভোর হয়নি, মেঘ বালিকা, ঘুম ঘুম রাত যায় উল্লেখযোগ্য। প্রথম আলো পত্রিকার মাদক বিরোধী আন্দোলনে যার ভূমিকা উল্লেখযোগ্য, বেশকিছুদিন আগে তিনি একটা সড়ক দূর্ঘটনায় আক্রান্ত হয়েছিলেন, তারপর পত্রিকায় তার চিকিৎসার ব্যাপারে বেশ কয়েকবার পড়েছি। গতকাল 13ই জুলাই তার সাথেই আমার দেখা হলো ধানমন্ডিতে। তার দিকে তাকাতেই একটা ব্যাপার স্পষ্ট হয়ে গেল যে তার বা পাশের চোখটা অসম্ভব লাল আর একটু ঘোলাটে।

দূর্ঘটনার কথা জিজ্ঞেস করতেই বললেন "আমার বা চোখটা নষ্ট হয়ে গেছে, আমি আর কোনদিনই এই চোখ দিয়ে দেখতে পাবোনা। " কথাগুলো শুনতেই মনটা খারাপ হয়ে গেল, যতটা উৎসাহ নিয়ে তার সাথে কথা বলতে গিয়েছিলাম ঠিক ততটাই হতাশ হলাম। কথা শেষে চলে আসার আগে তার সাথে দাঁড়িয়ে ছবি তুললাম, হাত মেলাতে গিয়েই বুঝতে পারলাম তার ডান হাতের দু'টো আঙ্গুলও ভেঙ্গে গেছে। বুকের ভেতর মোচড় দিয়ে উঠলো, খুব বেশী কথা না বাড়িয়েই বিদায় জানিয়ে ফিরে এলাম। বন্ধুরা, একটা সড়ক দূর্ঘটনা একটা মানুষের জীবনকে কতটা বদলে দেয়, কতটা অসহায় করে ফেলতে পারে তা একটু ভেবে দেখলেই বোঝা যায়।

আপনারা যারা গাড়ি ড্রাইভ করেন, তাদের প্রতি অনুরোধ থাকবে, একটু সাবধানে গাড়ি চালাবেন, কারণ আপনার সাথে জড়িয়ে আছে অনেকগুলো মানুষের জীবন, হাসি-কান্না, ভালোবাসা। সবশেষে বলবো আপনারা শিল্পী মাহমুদুজ্জামানের জন্যে দোয়া করবেন, যেন তিনি তার এই শারীরিক প্রতিবন্ধকতাগুলো কাটিয়ে আবার আমাদের মাঝে আরো ভালো গান নিয়ে ফিরে আসতে পারেন। শিল্পী মাহমুদুজ্জামানের প্রতি রইলো অনেক অনেক শ্রদ্ধা, ভালোবাসা আর শুভ কামনা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.