আমাদের কথা খুঁজে নিন

   

ভ্রান্ত স্বপ্ন

সব কিছু কে আনন্দময় মনে করার মাঝেই জীবনের সফলতা তোমার মাঝে কেন যে আমার স্বপ্ন গুলো নাশ হয়ে যায়... স্বপ্নিল আমি তাকিয়ে দেখি শেষ যেন হয় তার ঠিক গোধূলির ক্রান্তি লগ্নের ক্লান্ত বিকেলের প্রতিচ্ছায়ায়... তোমায় নিয়ে স্বপ্নচারী আমি ফুল শয্যায়... কখনো বা দুরন্ত ছেলের পড়ন্ত বেলার দস্যিপনায়... যেথায় আমার বিন্দু মিলেছে তোমার মাঝে স্বপ্ন চূড়ায়... জানালার ফাঁকে দেখি স্বপ্ন গুলো আমার হারিয়ে যায় অজানা কোন দূর ঠিকানায়... সুখ খুঁজবে কি তুমি আমাতে পাব কি আমি তোমায় ফিরে গহীনে শুনতে যে পাই ফিরে পাব আমি তোমায়... তাইতো বেঁধে যাই স্বপ্ন চালায় আমার স্বপ্ন ভূমির তাসের ঘরের বজ্র কঠিন শক্ত অটুট বাঁধন... ডাকবে কি তুমি আমায় আমার স্বপ্ন ডেড়ায়... ছুটে আসব সব ছেড়ে সাধবো আমি তোমার মাঝে কোন এক অপার্থিব সুখের খোঁজে... স্বপ্ন দেখি আমি তোমায় নিয়ে হারাবো দু'জন স্বপ্ন ডানায় ভর করে অস্পৃশ্য কোন স্বপ্নালোকে... এ যে স্বপ্ন আমার স্বপ্ন শুধু দেখে যাই ভালবাসি যে শুধুই তোমায়...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।