আমাদের কথা খুঁজে নিন

   

অতঃপর শুদ্ধতা ।

কবিদের কবিতায় প্রেম থাকে , কবিদের জীবনে থাকেনা ঃ বলেছিল খুব প্রিয় একজন আমাদের উষ্ঞতম মুহূর্তের কথা গুলি স্মরণ করি । যখন সমগ্র দুনিয়া ঘুমে বিভোর । তখন তুমি আর আমি ......... সামান্য শব্দতেও আমি আঁতকে উঠি , আঁতকে উঠি নিজের অসস্তিতে । আমার চোখে মাদকতা , নাকি ঘুমের নেশা ! আমি অপেক্ষা করি , অপেক্ষা করি আমার সেল ফোনে কখন তোমার নাম ভেসে উঠবে ........ আমি অপেক্ষা করি ...... করে যাই । অতঃপর একসময় অপেক্ষার অবসান ঘটে ।

আমি তো তোমার কথা শুনি না । আমি তোমার অস্তিত্ব অনুভব করি । আমার চোখ হতে ঘুমের রেশ কেটে যায় । আমি আর কিছুই ভাবিনা । আমি তোমার নিঃশ্বাস অনুভব করি ।

অনুভব করি তোমার কিন্নর কম্পন । রাত গভীর হয় । দু প্রান্তে দুজন জেগে রয় । জেগে রয় দুটি নিঃশ্বাস । থেকে থেকে দুটি নিশুথি পাখির ডাক ।

একসময় আমি ঢলে পড়ি । ঢলে পড়ি ঘুমের কোলে । দেখি শুধু একটি স্বপ্ন ............... তুমি আর আমি , তুমি আর আমি আমি জেগে উঠি , আমার শরীরে অদ্ভুত এক আমেজ, অদ্ভুত এক ভালোলাগা । সময় কেটে যায় । সময় কেটে যায় ।

আমরা আরও কাছাকাছি হই । তোমার চিন্তা গুলো আমি বুঝতে শিখি । তবু কেন যেন আমি আমার আমিত্বকে আড়ালে রাখি দিনের শেষে ক্লান্ত দেহে ঘরে ফেরা । চায়ের কাপের শেষ চুমুক পর্যন্ত , তরলের উপর তোমার হাল্কা ছায়া । সেল ফোন হাতে নিই ।

হাত নিশপিশ করে । । .......... দিন কেটে যায় হাল্কা হাল্কা । আমরা আরও ঘনিষ্ঠ হই । ভালোবাসি একটা নাম ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।