আমাদের কথা খুঁজে নিন

   

এমপি সমাচার: পাঁচ-টপ এমপি

মুন্সীগঞ্জ বিক্রমপুরের এক উপজেলায় গিয়ে শুনলাম ৫-টপ এমপি শব্দটি। মানে কি জানতে চাওয়াতে জানালো; তাসের জুয়া খেলায় নাকী সর্বনিম্ন তাস হল ৫টপ। অর্থাৎ কেউ যদি দুই তিন আর পাঁচ নম্বর যুক্ত তিন তাস পায় তাহলে তার কোন সম্ভাবনা থাকে না। তাই তাঁরা তাদের এমপিকে বানিয়েছে ৫টপ এমপি। এক ছাত্রলীগের সাবেক বড় নেতা বলল, আগামী নির্বাচনে সারা বাংলাদেশে যদি ২৯৯টি আসন আওয়ামীলীগ পায় তাহলেও এই কেন্দ্রে ওনি ফেল মারবেন।

আমি বলি, ভুতের মুখে রাম নাম। আপনি না আওয়ামীলীগের বড় নেতা? নেতা বললেন, আমি এবং লোকজন তাই জানে। কিন্তু এমপিতো প্রকৃত ও ত্যাগী নেতাদের নেতা মনে করেন না। যারা মালপানি যোগান দিতে পারেন তারা জামাতের হলেও তাদের সম্মান দেন। নেতা আমাকে একটি ম্যাগাজিন দিলেন দেখতে।

বঙ্গবন্ধু পরিষদের স্মরণিকা। প্রচ্চদের একপাশে বঙ্গবন্ধুর ছবি আরেক পাশে দাড়ি-টুপিওয়ালা এক লোক। দেখালেন ওনি জামাতের নেতা। তাঁর টাকায় ম্যাগাজিনটির দুটি সংখ্যা বের হয়েছে। পাশে একলোক বলল, আরে গাই এমপি।

জানতে চাইলাম আপনি কি করেন? এক লোক বলল, পল্লী বিদ্যুতে চাকরী করে। জানতে চাই, আপনার বাড়িতো এই এলাকায় নয় আপনি খেপলেন কেন? তাতে কি? আমার গ্রাহকতো এই এলাকায়। গ্রাহকদের অভিমত থেকেই বলছি। এই এলাকার প্রধান সমস্যা কি? কয়েকজন মিলে যা বলল, তাহল: বহু এমপি সৃষ্টি হয়েছে। এমপির কোন নিয়ন্ত্রণ নেই।

সন্ত্রাস করছে তথাকথিত পাতি নেতারা। আর কিছু নেতা জড়িয়েছে ড্রাগ ব্যবসায়। জানতে চাইলাম, ইউপি নির্বাচনে তো আওয়ামীলীগ ভালই করেছে? তারা জানাল, এই উপজেলায় এমপির প্রার্থী জিনেছে চৌদ্দতে তিন জন। বিএনপি ছাড়া বাকীরা বিদ্রোহী আওয়ামীলীগ। সদর ছাড়া সবচেয়ে খারাপ অবস্থা কোন এলাকায়? যে ইউনিয়নের নাম বললেন, সেই এলাকায় গিয়ে কয়েকজনের সাথেই কথা বলতে চাইলাম।

কেউ কিছু বলতে নারাজ। এর মধ্যে এক নেতা এসে বলল, আপনি কোন পত্রিকার? বললাম. . . । নেতা বলল, এখানকার মতো শান্তিপূর্ণ কোন এলাকা নাই। এখানে কোন সমস্যা নাই। আপনি চলে যান।

মামায় শুনলে ঝামেলায় পড়বেন। ঝামেলায় না পড়ে চলে গেলাম মাইল দুয়েক দূরে। শুনলাম ব্যাপক চাঁদাবাজি, সন্ত্রাস, দখলবাজীর কথা। রাস্তার, হাসপাতালের গাছ কেটে নিয়ে গিয়েছে। হাসপাতাল দখল করে নিয়েছে।

এক মুক্তিযোদ্ধার সাথে দেখা হলো। তিনি বললেন, তিনি কিছু বলবেন না? দুদিন পড়ে আসুন আমার শরীর অসুস্থ্য। আমি মুক্তিযোদ্ধাদের ক্লাবটিতে কিছুক্ষণ অপেক্ষা করে চলে এলাম। বহু আওয়ামীলীগের নেতাই সন্ত্রাসীদের হাতে নাজেহাল হয়েছে। এই এলাকার নব নির্বাচিত চেয়ারম্যান বললেন, আমি তো এমপির বিরুদ্ধে নির্বাচন করে জিতেছি।

আমিতো বঙ্গবন্ধুর সময় থেকে আওয়ামীলীগার। আর এবার নির্বাচিত হলাম, আওয়ামীলীগের বিদ্রোহী হিসাবে। এমপির প্রশ্রয়ে সন্ত্রাসীরা মাথাচাড়া দিয়ে উঠেছে। ফেরার সময় হয়ে গেছে... ধাধা: বলুন তো বিক্রমপুরের এই এমপির নাম কি? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.