আমাদের কথা খুঁজে নিন

   

নিরাময় ঘরে ঘন্টা বাজে

নিরাময় ঘরে ঘন্টা বাজে। ফটকে দাঁড়িয়ে থাকে অসুস্থ্য জনতা। কে শোনে কার ডাক। কে শোনে ঘন্টাধ্বনি। শুধু ঘন্টা বেজে চলে।

ঘন্টা বেজে চলে অবিরাম। `নিরাময় ঘরের ঘন্টা! দৈবাৎ, খেয়ালবশে আসে যদি অসুস্থ্য রোগীরা! ক্রণিক রোগের তাপে ওরা খুব জড়বৎ-আপাত নিউরণহীন পথ হাঁটে রোবটের মতো টলমল পায়ে ঘুমে-জাগরণে। তারা খুব সুস্থ্তায় বায়ুসেবনের ঝর্নাজলে মেশে শুশ্রুষার স্বাদ চেখে তোলে। চেখে তুলে জাদুর মাহাত্ম্য আরব্যরজনী। হারুন-আল-রশীদের জোব্বা, জাদুর হরিণী।

সোলায়মানবশিত জীন,বেকারার সহস্র রজনী। নিরাময় ঘরে ঘন্টা বাজে। কানে তুলো-বানানো বধির। ফটকে অন্ধও আছে- অস্থির, অধির। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.