আমাদের কথা খুঁজে নিন

   

একজনের অনুভূতি আর একজনের হাতে পড়লে যা হয়

আিমতো আিমই এই কবিতা নিয়ে বলার কিছুই নেই। শুধু একজনের অনুভূতি অন্য মাধ্যমে প্রকাশ করলাম। এই আর কি ......... পঞ্চ কথা এক বিকেলে এক স্নিগ্ধ আলোতে এক বারান্দায় দাঁড়িয়ে ছিল এক মেয়ে। দুই পাশ ফিরে দু’নয়নে চেয়ে দ্বিতলে দাঁড়িয়ে দেখেছিল তারে আর এক ছেলে। তিন বেলা পর শোনা গেল স্বর তিন পাখির নীড়ে ত্রিনয়নে তার ভাব হল আর মন গেল শিকে ছিঁড়ে। চারি বসন্ত পর বাঁধা হল ঘর চার হাতে সেই সুর কিরণ তারে বাঁধা হল যারে চারিপাশ এত দূর। পঞ্চনদে এসে দেখা হল শেষে ভেবে করি আঁচ। ভাব-ভালবাসা মানবের আশা মিলিল এসে শ্রেষ্ঠ পাঁচ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.