আমাদের কথা খুঁজে নিন

   

কোন একজনের কাছে খোলা চিঠি

ভাবুক

হে ডিজিটাল বাংলাদেশ নামের প্রবর্তক, আপনি নির্বাচনের পূর্বে দেশের আম জনতাকে যে সকল প্রতিশ্রুতি দিয়েছিলেন নির্বাচনের পর থেকে আজ অবধি তার কতটুকু বাস্তবায়ন করতে সক্ষম হয়েছেন তা স্থির মস্তিষ্কে চিন্তা করে দেখুন। যে জাতির বেশীর ভাগ মানুষ ঠিকমত দুবেলা খেয়ে পরে বাঁচতে পারেনা,যে জাতির স্বাধীনতার প্রায় চল্লিশ বৎসর হতে চলল অথচ অধিকাংশ মানুষ কৃষিজীবি হওয়া সত্তেও খাদ্যে স্বয়ংসম্পুর্নতা আসেনি ,যে জাতির রন্ধ্রে রন্ধ্রে দুর্নিতি,যে জাতীর শ্রমের মূল্যায়ন হয়না,যে জাতির মেরুদন্ড (শিক্ষা প্রতিষ্ঠান সমূহে দূর্নীতি)সবচেয়ে বেশী ক্ষতীগ্রস্থ সে জাতির কি আদৌ ডিজিটাল বাংলাদেশের দরকার?তারচেয়ে যদি পারেন আপনি বরং এইটুকু করুন যে: ১/দ্রব্যমূল্য নিম্নবিত্তের ক্রয় ক্ষমতার ভিতরে নিয়ে আসুন। ২/বাস্তব সম্মত শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করুন। ৩/ দুর্নীতির বিরুদ্ধে দলমত নির্বিশেষে দৃঢ় অবস্থান গ্রহন করুন। ৪/জনগন যাতে আইনের লোকের মাধ্যমে হয়রানির শিকার না হয় তা নিশ্চিত করুন।

এই কাজগুলো ঠিকমত করতে পারলে জনগন আপনাকেই বারবার নির্বাচিত করবে। আমরা সবাই জানি বাংলাদেশের রাজনীতি মানেই ক্ষমতার লড়াই। দেশের স্বার্থ থোড়াই কেয়ার করা হয়। তারপরও চাইব এই থোড়াটাই যেন বজায় থাকে। দেশকে ক্ষমতালোভীরা নিজ স্বার্থে অন্যের কাছে বিকিয়ে দেয়ার জন্য তো আর বাংলার ছেলেরা রক্ত দেয়নি বরং তারা একটি সোনার বাংলার স্বপ্ন দেখেছিল।

আমরা বাঙালীরা এখনো স্বপ্ন দেখি সুসময়ের। একদিন কোন এক মহান নেতা এই দেশের হাল ধরবে এবং তার হাত ধরেই আসবে সে সুসময়। এটাই আমাদের বিশ্বাস। দেশের প্রতি অগাধ ও অকৃত্রিম ভালোবাসা থেকেই এই লেখা।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.