আমাদের কথা খুঁজে নিন

   

দাবা পরিকল্পিত প্রতিরোধ বা Chess-Defense বা opening পর্ব - ১ ও Chess Notation বা দাবা স্বরলিপি

বাধঁ জোড়ার আওয়াজ > With Great Power, Comes Great Responsibility cheess opening or defence যাই বলি না কেন, দাবা খেলার পরিকল্পিত প্রতিরোধ অনেক প্রয়োজন । তাই আমরা দাবার কিছু জনপ্রিয় opening নিয়ে আলোচনা করব । যা না জনলেই নয় ! এগুলো নব্য খেলোয়াড়দের আপগ্রেড হবার সুযোগ দিবে । আমরা হয়তো অগোছালো অনেক চাল দেই, তা না করে সুষ্ঠ পদ্ধতি অবলম্বন করতে পারব । Sicilian Defence আজ আমরা আলোচনা করব প্রথমেই বহুল ব্যবহৃত Sicilian Defence. সিসিলিয়ান সাদা প্রথম পদক্ষেপ 1.e4 থেকে জনপ্রিয় কিন্তু সাফল্য এসেছে অধিকাংশ পরিসংখ্যানগত সমীক্ষা মতে 1.d4 সবচেয়ে বেশী ।

এই দুইটি চাল সাদা থেকে শুরু করা হচ্ছে । তবে কাল হিসেবেও চাল দেওয়া যায় । যদি 1. e4 সাদা চাল দেয় তাহলে কাল দল যদি সিসিলিয়ান ডিফেন্স এ যায় তাহলে জবাবে c5 সৈন্য চাল দিবে । নীচের ভিডিওতে হালকা ব্যাখ্যা পাওয়া যাবে । এগুলোর মধ্যে আরও ভেরীয়েশন বা প্রকারভেদ আছে ।

তবে এগুলো এ্যামেচার বা ইন্টারমিডিয়েট বা প্রো খেলোয়াড়দের তেমন প্রভাবিত করে না । আপাতত এর স্ট্যান্ডার্ড নিয়মটাই বোঝার চেষ্টা করব । English Opening সিসিলিয়ান এর পরই কিন্তু English Opening এর জয় জয়কার । ১৮৯০ সালের দিকে কিছু ইংরেজী খেলোয়াড়রা এই ধরনের অপেনিং করত তাই এর নাম হয়েছে English Opening. এই অপেনিং খোলা হয় 1.c4 দিয়ে । সাধারণত সাদা দলের জন্য এটা খুবই সহজলভ্য চাল ।

1.c4 চাল দিয়েই সাদা তার প্রভাব বিস্তার করতে চায় ডি৫ ঘরের আশে পাশে অথার্ত বোডের কেন্দ্র দখল করা হয় দূরত্বের সাথে । এখানে সৈন্যের বদলে অন্য কোন গুটি দিয়ে কেন্দ্র স্থলে (d4 d5 e4 e5 ঘরগুলি বোঝানে হয়েছে)আক্রমণ করা বুঝানো হয়েছে । যদিও আমরা সৈন্য ব্যবহার করব কিন্তু ব্যাপক ভাবে নয় । চেষ্টা করা হবে রাজা ও মন্ত্রীর সামনের সৈন্যকে যতটা পারা যায় কম আগানো বা নড়াচড়া করা । ধীরে ধীরে চাপ প্রয়োগ করা হয় কেন্দ্র স্থলে যাতে প্রতিপক্ষ পিছু হটতে বাধ্য হয় ।

তবে খেয়াল রাখতবে যে এর অপেনিং বা ডিফেন্স এ অনেক ফাদঁ আছে যা নিজের দিকে খেয়াল রাখতে হবে এবং প্রতিপক্ষকেও সর্তক থাকতে হবে । বিস্তারিত বুঝার জন্য নীচের ভিডিওটি দেখতে পারি আমরা । French Defense যার কথা না বললেই নয় । ১৮৩৪ সালে ফ্রান্সের রাজধানী প্যারিসে একটি স্থানীয় দাবা ক্লাব correspondence প্রতিযোগীতার আয়োজন করে যা চিঠি পত্রের মাধ্যমে খেলা হয়েছিল ! আর তার মধ্যে এই ডিফেন্স ব্যবস্থাটা সবার সামনে উঠে আসে । ফরাসী প্রতিরোধ ব্যবস্থা খুবই কার্যকরী সাদার সিসিলিয়ান এর বিরুদ্ধে অথার্ত এটি কাল দল হিসেব দারুন কাজ করে ।

সাদা প্রথম পদক্ষেপ 1.e4 বিরুদ্ধে ফরাসী প্রতিরোধ হিসেবে . ই ৬চাল দিতে হবে । এর আরেকটা মজার বিষয় হল সাদা দল সাধারণত যেখানে রাজার দিকে আক্রমণ রচনা শুরু করে (king side রাজার পাশের এলাকাতে) আর সেখানে কাল এই ফ্রেঞ্চ ডিফেন্স দিয়ে মন্ত্রীর দিকে (queen side রাজার দিকেই কিন্তু মন্ত্রীর পাশের অঞ্চলের দিকে হয়ে) আক্রমণ করে । Moves 1.e4(সাদা) e6 (কাল) বিস্তারিত বুঝার জন্য নীচের ভিডিওগুলি দেখতে পারি আমরা । The Ruy Lopez বা Spanish Opening ১৬শ শতাব্দীর স্প্যানেশী যাজক Ruy López de Segura এর নামানুসারে এই অপেনিং এ নাম রাখা হয়েছে । রুই লোপেজ দাবার শাস্ত্রী খেলার ভিত্তি ।

তার অপেনিং এর ভেরিয়েশন বা ধরন অনেক, এতই যে অন্য কোন অপেনিং বা প্রতিরক্ষাতে নেই । যদিও এত ভেরিয়েশন আমাদের না জানলেও চলবে । কাল দলের বিরুদ্ধে সাদা দলের রুই লোপেজ পদ্ধতিটা কার্যকারী, ধীর গতির এবং সুশৃঙ্খল । ১.e4 e5 2. Nf3 Nc6 3. Bb5 দাবা অপেনিং নিয়ে নীচের লিংকে কিছু চালের জনপ্রিয়তা সম্পর্কে কিছু হালকা বর্ণনা আছে Click This Link Chess Notation বা দাবা স্বরলিপি যদিও আলাদ করে আমরা এর বর্ণনা দিতে পারতাম । কিন্তু নতুন দাবা খেলোয়াড়াদের চেস নোটেশন জানা খুবই দরকার ।

এটা ছাড়া উপরের বর্ণনা ও ভিডিও গুলি অস্বার হয়ে যাব । আমরা যেরকম ভাষা পড়তে পারি ও লিখতে পারি তেমনি দাবারও ভাষাগত ইঙ্গিত রয়েছে , যেমন রয়েছে গিটার বা হারমোনিয়াম বাদ্য যন্ত্রের । গান যেরকম একটা ভাষা তেমনও দাবাও একটি ভাষার সমুতুল্য । দাবা খেলা শিখতে চাইলে অন্যের খেলা দেখে তা স্টাডি করার জন্য এই স্বরলিপি জানা অনেক জরুরী । বিশ্বাস করুন আর নাই করুন, অন্যান্য খেলার মত দাবারও কোচ আছে ! অনেকে ব্যাপারটা নিয়ে অবগত নন ।

দাবার স্বরলিপি তখনই প্রয়োজন হবে যখন একজন খেলোয়াড় অন্য জনের সাথে খেলার ব্যাপারে আলোচনা করবে বা বই লেখবে বা লেখালেখি করবে । নীচের ছবিতে আমরা rank ও file চিনব । একটু গুটি যত রেংক উপরে উঠবে ততই ভয়ংকর হবে । ১-৮ হল রেংক আর a - h হল ফাইল । * Bishop - হাতি/ঐরাবত * Rook - নৌকা * Queen - মন্ত্রী (বাংলাতে কুইনকে আক্ষরিক অর্থে বলা যাবে না) * King - (রাজা) * kNight - (ঘোড়া/অশ্ব) pawn - সৈন্য/বড়ে K = King Q = Queen R = Rook B = Bishop N = kNight x = capture (গুটি খাওয়া বা দখল করা) pawn বা সৈন্যের কোন প্রকার চিহ্ন নাই, অথার্ত চিহ্ন ছাড়াটাই হল সৈন্য + = check (কিস্তি বা কিস্তি দেওয়া) ++ = doublecheck (যৌথ বা একাধিক বা দুই দিক দিয়ে কিস্তি দেওয়া) # = checkmate (কিস্তিমাত) O-O = castles short on the King's side (Often shortened to OO.) (রাজার দিকে দূর্গ তৈরী) O-O-O = castles long on the Queen's side (Often shortened to OOO.) (মন্ত্রীর দিকে দূর্গ রচনা) * !! - brilliant move (বুদ্ধিদীপ্ত চাল) * ! - good move (ভাল চাল) * ? - bad move (নিম্বমানের চাল/খারাপ চাল) * ?? - terrible move/blunder (অসম্ভব খারাপ চাল/মনের ভুলে চাল/অন্ধ চাল) * !? - interesting move (কৌতহলী চাল/ভাবনা উদয়মূলক চাল/মজার চাল) * ?! - questionable move (প্রশ্নাতীত চাল/ভাবনা উদয়মূলক চাল/অর্থহীন চাল(ভাল ইঙ্গিত বহন করে না এমন ধরনের চাল)) = both sides are considered equal here (উভয় পক্ষ সমান এখানে বিবেচিত হয়) +/= white is slightly better (সাদা ভাল করছে তুলনামূলকভাবে) =/+ black is slightly better (কাল ভাল করছে তুলনামূলকভাবে) +/- white has a clear advantage (সাদা একটি স্পষ্ট সুবিধা আছে) -/+ black has a clear advantage (কালো একটি স্পষ্ট সুবিধা আছে) 1-0 white won (সাদা জয়ী) 0-1 black won (কাল জয়ী) .5-.5 draw (খেলা ড্র) ! an excellent move (অসম্ভব সুন্দর চাল) ? a blunder (একটি ভুল/বড় ধরনের ভুল) !? an interesting move that may not be best (একটি উত্সাহব্যঞ্জক পদক্ষেপ যে ভাল হবে না) ?! a dubious move, but not easily refuted (একটি অনিশ্চিত পদক্ষেপ, কিন্তু সহজে অপ্রমাণিত না) ইংরেজী আরও সহজ অর্থে : * ? = weak move, mistake * ?? = a major mistake or blunder * ! = strong move * !! = an excellent move * !? - interesting move * ?! - dubious move * Kd2 - K moves(চাল) to d2 square (রাজা চাল দেয় ডি ২ ঘরে) * Qg5 - Queen moves to g5 square * Rd1 - Rook moves to d1 square * Bg2 - Bishop moves to g2 square * Nf3 - Knight moves to f3 square * Qxd6 - Queen captures on d6 square (মন্ত্রী দখল করে ডি ৬ ঘর) * Kxe2 - King captures on e2 square * dxe5 - the d pawn captures on e5 square # e8=Q - promote the pawn to a Queen (সৈন্য বা বড়ে এখন মন্ত্রীতে রূপ নিয়েছে ৮ম ঘরে বা রেঙ্কে ) # e8=R - promote the pawn to a Rook # e8=B - promote the pawn to a Bishop # e8=N - promote the pawn to a Knight উদাহরণ 1. e4 e5 2. Bc4 Nc6 3. Qf3 Bc5?? 4. Qxf7++ উপরের উদাহরণে 1. চাল সাদার জন্যe4 আর কালর জন্য প্রথম চাল e5 এভাবে ২ চালে কাল Nc6. যদি আমরা সাদা বাদ দিয়ে চালের স্বরলিপি লিখতে চাই তাহলে এরকম হবে ১. ..e5 ২. .. Nc6 আর যদি কাল বাদ দিতে চাই তাহলে 1. e4 .. 2. Bc4 .. এভাবে হবে ।

আরও একটু বিস্তারিত উদাহরণ নীচের বাম পাশের সারি হল সাদা চাল আর কাল চাল হল ডান পাশে । 1.f2-f4 e7-e5 2.f4xe5 d7-d6 3.e5xd6 Bf8xd6 4.g2-g3 Qd8-g5 5.Ng1-f3 Qg5xg3+ 6.h2xg3 Bd6xg3# মনযোগ দিয়ে নিচে চিত্রের দিকে দেখুন ও বোঝার চেষ্টা করুন আর উপরের চিহ্নের অর্থের সাথে মিলিয়ে নিন । 1.f2-f4 প্রথম সাদা চাল ও কাল e7-e5 2.f4xe5 d7-d6 3.e5xd6 Bf8xd6 4.g2-g3 Qd8-g5 5.Ng1-f3 Qg5xg3+ 6.h2xg3 Bd6xg3# আরও ... এখানে সাদা নৌকা f1 থেকে d1 যায় তাই এর স্বরলিপি হবে সাদা Rfd1 (কারণ একই ফাইলে একাধিক নৌকা থাকায়, যে নৌকাটি চালা হযেছে তার অবস্থান বুঝাতে) এখানে ছবিতে একই রেংক এ দুইটি সাদা নৌকাই d5 এ ঘরে যেতে পারে কিন্তু আমরা ৭ রেংকের নৌকাটা নিয়ে যাব তাই এখন স্বরলিপি হবে সাদার পক্ষে R7d5 (মানে সাদার ডিফাইলের ৭ নম্বর রেঙ্কের নৌকা ৫ রেংকে এসেচে) উপরের ডিফেন্স বা অপেনিংগুলোতে আগামী পর্বে আরও যোগ করা হবে । এতগুলি একসাথে দিলে বুঝতে গেলে সমস্যা হতে পারে । একটার ধরনের সাথে যাতে আরেকটা ধরন না মিলে সেটার চেষ্টা করা হবে ।

ঠেং নোট: queen side রাজার দিকেই কিন্তু মন্ত্রীর পাশের অঞ্চলের দিকে হয়ে king side রাজার পাশের এলাকাতে correspondence ধীর গতির বা দূরত্ব থেকে উত্তর প্রদান (বাংলা ভাবমূলক শব্দ)(Communication by the exchange of letters) ------------------------ খুব ক্লান্ত লাগছে আর লিখতে পারছি না । এই আর্টিকেল রচনাকালে আমরা নিজেরও দাবার উপর জ্ঞানের পরিধি বৃদ্ধি পেয়েছে । যদিও তা বিশার সমুদ্রের এক ফোটা নোনা জল মাত্র ! এটার পূর্ণতা আমি দিতে পারি নাই । কয়েকদিন ধরে এই লেখাটাকেই অনেক ঘষা মাজা করেছি । তাই অপেনিংগুলিকে আরও বিস্তিরিত করে, দীর্ঘ করে পোষ্টটি আগামী সপ্তাহের মধ্যে আপডেট দিব ।

কারণ বর্ণনা আমরা মণপূত হই নি । একজন নতুন খেলোয়াড় স্বল্প বিশ্লেষনা মর্মার্থগুলি বুঝতে পারবে না বা বেগ পেতে হবে । তাই এই ব্যাপারে সহযোগী ব্লগার সাহয্য প্রার্থনা করছি । তাই মন্তব্য করে পোষ্টকে আলোকিত করুন । প্রয়োজনীয় আপনাদের আলোচনা পোষ্টকে সমৃদ্ধ করতে সাহায্য করবে ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।