আমাদের কথা খুঁজে নিন

   

দাবা বক্সিং

দাবা। দাবা খেলাটি এ উপমহাদেশেরই আবিষ্কার বলে স্বীকৃত। রাজাদের খেলা বলেও এ খেলার আলাদা মর্যাদা রয়েছে। বুদ্ধিমত্তার সঙ্গে সঙ্গে ঘুঁটি পরিচালনায় অনন্য দক্ষতা না থাকলে এ খেলায় বিজয়ী হওয়া মুশকিল। কিন্তু দাবা খেলাতেও আছে বৈচিত্র্য।

খেলাটি যতটা গুরুগম্ভীর চেস বক্সিং বা দাবা বক্সিং ততটাই মজার। চেস বক্সিং মূলত একটি হাইব্রিড খেলা যেখানে দাবা ও বক্সিং পর্যায়ক্রমে খেলা হয়। কিছুক্ষণ দাবা খেলা, তারপর কিছুক্ষণ বক্সিং। দাবা খেলার একই ঘরানার শান্ত পরিবেশ ছেড়ে বক্সিং খেলার মতো উত্তেজনাকর খেলার যোগ দাবা বক্সিংকে অনন্য মাত্রা দিয়েছে। চেস বক্সিংয়ের প্রথম ইভেন্টটি ২০০৩ সালে ডাচ শিল্পী 'এপি রুবিং' কর্তৃক আয়োজিত হয়।

 

 


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।