আমাদের কথা খুঁজে নিন

   

একটা কবিতা লিখব

স্বপ্নেরা রংধনু হয়ে উড়ে বেড়ায় অজানা ঠিকানায়... একটা কবিতা লিখতে চাচ্ছিলাম। একগুচ্ছ শব্দমালা সাজিয়ে কথার ভাজে কথে গুছিয়ে ছন্দের তালে ছন্দ রেখে একটা কবিতা লিখব। একটা কবিতা লিখব, যেই কবিতায় থাকবেনা কোন উপমা যে কবিতায় থাকবেনা কোন স্বপ্ন যে কবিতায় থাকবেনা কোন আদিখ্যেতা যে কবিতা হবে নিজের মতন,সাবলীল। একটা কবিতা সাজাবো, যে কবিতায় থাকবেনা জীবনের কোন হিসেব যে কবিতায় থাকবেনা ক্লান্তিময় সান্তনার বানী যে কবিতায় ভীড়বেনা কোন পিছুটান যে কবিতা হবে আপন উৎকর্ষে বিগলিত। একটা কবিতা গুছাবো, যে কবিতায় থাকবেনা আমি-তুমি,তুমি-আমি কথামালারা যে কবিতায় থাকবেনা কামনা বাসনা,আর অভিলাসা। যে কবিতায় ঝরে পড়বেনা প্রেমের ধ্রুবতারা, যে কবিতা হবে ভালোবাসার বাধন মুক্ত বিহঙ্গ। একটি কবিতার জন্ম দিব, যে কবিতায় ঝরে পড়বেনা কামনা,বিদ্বেষ কিংবা প্রতীক্ষা যে কবিতায় শব্দগুলোই হবে নিজের পরিচয় যে কবিতায় পংক্তি গুলো হবে একেকটি অস্তিত্ব যে কবিতায় প্রত্যেকটি বর্ন কেবল নিজের কথা বলবে তেমন একটা কবিতা লিখব যে কবিতা হবে শুধুই কবিতার মতন, শুধুই কবিতা।  


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.