আমাদের কথা খুঁজে নিন

   

আত্মার গান

শাকিলা তুবা কথা বলো না, চুপ! আত্মার গান শোনো নিরজনে ফ্রেমে জমাইনি মৃত প্রজাপতি মনের দেয়াল ঢেকে আছে প্রহসনে নিদালি ঘুরছে আত্মা থেকে আত্মায়। পঞ্চামৃতে সাজানো থালা শব্দদুষন নেই জানালার পাশে কাকলীটুকু নিয়ে পাখীর কোলাহল ফেলে দাও নিদর্শন থেকে যাক দীর্ঘকালের জন্যে। ওরা আসছে ঝাঁকে ঝাঁকে দাঁড়কাকের সূচালো নখাগ্রে চিলের ধার চলে যেতে দাও শরীর না ছুঁয়ে মোক্ষপ্রাপ্তি না হলে বিভক্তি চিনবে না। কথা বলো না, চুপ! কথায় কথা বাড়ে, আত্মার গর্জনটুকু শুধু নাও প্রজাপতি উড়ছে আনমনে আর উড়ছে রঙ চঙে ফর্সা একটা দিন এবার আত্মায় শোনো পরিবর্তনের গান।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।