আমাদের কথা খুঁজে নিন

   

দুর্নীতির বিরুদ্ধে লেখায় শীর্ষ নিউজ ও শীর্ষ কাগজের সকল এ্যাক্রেডিটেশন কার্ড বাতিল

সরকারের একাধিক মন্ত্রী ও আমলাদের দুর্নীতি নিয়ে লেখার কারণে শীর্ষ নিউজ ডটকম এবং সাপ্তাহিক শীর্ষ কাগজের সম্পাদকসহ ১০ জন সাংবাদিকের নামে ইস্যু করা সকল এ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করা হয়েছে। গত ১৪ জুলাইয়ের ব্যাক ডেটে ১৭ জুলাই দিনের শেষে কার্ডগুলো বাতিল করা হয়। সরকারের প্রধান তথ্য কর্মকর্তা হারুন-উর-রসিদ স্বাক্ষরিত এই বাতিল আদেশে কার্ডগুলো বাতিলের সুনির্দিষ্ট কোন কারণ উল্লেখ করা হয়নি। শীর্ষ নিউজ ডটকম এবং শীর্ষ কাগজ- প্রতিষ্ঠান দু'টির জন্য আলাদা আদেশ জারি করা হয়। এতে বলা হয়, 'শীর্ষ নিউজ ডটকম-এর নিম্নবর্ণিত সাংবাদিকদের নামে ইস্যুকৃত এ্যাক্রেডিটেশন কার্ডগুলো বাতিল করা হলো'।

শীর্ষ নিউজ ডটকমের ৮ জন সাংবাদিকের নাম এবং তাদের নামে ইস্যুকৃত কার্ডের নম্বর উল্লেখ করা হয়। সাপ্তাহিক শীর্ষ কাগজের ক্ষেত্রেও কোন কারণ উল্লেখ না করে একইভাবে সম্পাদকসহ দু'জনের কার্ড বাতিল করা হয়। গত কয়েকদিন ধরে শীর্ষ নিউজ এবং শীর্ষ কাগজের সম্পাদকসহ সাংবাদিকদের ওপর হুমকি, হামলার চেষ্টা এবং প্রতিষ্ঠান দু'টি বন্ধ করে দেয়ার যে প্রক্রিয়া চলছিলো তারই ধারাবাহিকতায় সংবাদপত্রের গলা টিপে ধরার নজিরবিহীন এই পদক্ষেপ নিলো সরকার। এ বিষয়ক পূর্ণাঙ্গ প্রতিবেদন পড়ুন শীর্ষ নিউজ ডটকম ও বার্তা২৪ ডটনেটে। এছাড়া এই বিষয়টি নিয়ে আমার পূর্বেবর্তী একটি পোস্টও শেয়ার করছি।

'আহারে সাংবাদিকতা; হায়রে অনিশ্চয়তা'  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।