আমাদের কথা খুঁজে নিন

   

লাইলাতুল বারাত সম্পর্কে কিছু কথা

শাবানের চাঁদ এর ১৫ই রাত্রিতে এই নামাজ পড়া হয়। এই রাত্রিতে প্রত্যেক লোকের আগামী বৎসরের ভাগ্যের ফলাফল ঠিক করা হয়। হযরত আবু বকর ছিদ্দিক (রাঃ) বর্ণনা করেছেন যে, হযরত রাসুল্লুল্লাহ (দঃ) বলিয়াছেন,তোমরা শা’বানের চাঁদ এর ১৫ই তারিখের রাত্রে জাগরিত থাকিয়া ইবাদত বন্দেগী কর। কারণ ইহা অত্যন্ত পবিত্র রাত্র। আল্লাহ তাআলা ঐ রাত্রিতে বলেন-কোনো ক্ষমা প্রার্থনাকারী আছে কি?আমি তাহাকে ক্ষমা করিয়া দিব।

অন্য একটি হাদীসে আছে, হযরত আয়েশা (রাঃ) বর্ণনা করিয়াছেন,এক রাত্রিতে আমি হযরতের (দঃ) নিকট গিয়া দেখিতে পাইলাম যে,তিনি ছেজদায়ে পড়িয়া কাঁদিতেছেন। কিছুক্ষণ পর তিনি শির উওলন করিলেন এবং আমাকে বলিলেন,হে আয়েশা, তুমি কি জান,ইহা কোন রাত্রি?আমি বলিলাম,না। হযরত (দঃ) বলিলেন, ইহা শাবানের চন্দ্রের ১৫ই তারিখের রাত্রি। এই রাত্রিতে যাহারা যত ইবাদত করিয়া আল্লাহ এর নিকট গুণাহ মাফ চাহিবে,আল্লাহ তাআলা ততই মাফ করিয়া দিবেন। যদিও তাহাদের গুনাহ পাহাড় পরিমাণ হইবে।

এই রাত্রিতে আল্লাহ নির্ধারণ করিয়া থাকেন যে, কতজন মৃত্যু বরণ করিবে, আর কতজন শিশু জন্মিবে আগামী ১৫ই শাবানের রজনী পর্যন্ত। তিনি এই রাত্রিতে সকল মানুষের আমল তুলিয়া নেন। কোন আলেম ইহা বলেন নি যে,এই রাত্রিতে নামাজ পড়া ফরয বা সুন্নত। এ রাত্রির সমস্ত ইবাদত নফল। পড়লে সওয়াব হাসিল করা যায়।

না পড়িলে গুণাহ নাই। এক আলেম থেকে বর্ণিত আছে জে,একদা এক বাদশাহ তাহার মালি কে বলিলেন যে,বাগান থেকে আমার জন্য এক ঝুড়ি ফল নিয়ে আসো। মালি বাদশাহ এর কথা মত বাগানে গেল ফল আন্তে। গিয়ে দেখে পাকা পাকা ফল গাছে ঝুলছে। তিনি অবাক হয়ে গেলেন।

ভাবলেন সামনে হয়ত আরও অনেক সুন্দর ও রসালো ফল পাওয়া যাবে। তাই তিনি বাদশাহকে খুশি করার জন্য আরও সুন্দর ও রসালো ফল তালাশ করার জন্য সামনে এগিয়ে গেলেন। তবে বাদশাহ আগেই সতর্ক করে দিয়েছিলেন যে সামনের পথ দিয়ে প্রবেশ করিলে সামনে এগিয়ে গেলে পিছনে ফিরিবার সুযোগ নেই। বেরিবার পথ দিয়ে বেরিয়ে গেলে শেষ। মালি সামনে গিয়ে দেখিল আরও হলুদ সুন্দর ও রসালো ফল গাছে ঝুলছে।

কিন্তু মালি আরও ভাল তালাশ করার জন্য সামনে এগিয়ে গেলেন। পরের বাগানে গিয়ে দেখলেন সেই বাগানের গাছে কোন ফল নাই। মালি সামনেই দেখল বেরিয়ে যাবার দরজা। সে বেরিয়ে আসল। বাদশাহ এর কাছে গেলে বাদশাহ জিজ্ঞাসা করল,তুমি কি আমার জন্য কোন ফলই পেলে না।

মালি সব খুলে বলল। এখানে বাদশাহ সয়ং আল্লাহ তাআলা। আর ইনসান মালি এর ন্যায়। মসজিদ হল ফল এর বাগান,এই সুযোগ, মৃত্যু এর আগে যত ফল মানে নেকী হাসিল করা যায় ততই লাভ। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।