আমাদের কথা খুঁজে নিন

   

অতিরিক্ত ইন্টারনেট আসক্তি ব্রেনের মারাত্মক ক্ষতি করে

অতিরিক্ত ইন্টারনেট ব্যবহারকারী টিনেজের ব্রেনের মারাত্মক ক্ষতি করে। গবেষণা শেষে এ কথা বলেছেন বিজ্ঞানীরা। তারা বলেছেন, অতিরিক্ত ইন্টারনেট আসক্তির ফলে ব্রেনের ধূসর এলাকার ক্ষয় পেতে থাকে। তার চেয়েও যারা বেশি ইন্টারনেট ব্যবহার করে তাদের ব্রেনের ওই অংশ আরও দ্রুত ক্ষয় পেতে থাকে। এর ফলে তাদের কোন কাজে মনোযোগ দেয়া ও স্মরণশক্তি লোপ পাবে।

এমনকি তারা সিদ্ধান্ত নিতে দ্বিধার মধ্যে পড়ছে। জীবনের লক্ষ্য নির্ধারণ করতে পারবে না। আচরণে দেখা দেবে অসংলগ্নতা। বিজ্ঞানীরা এ গবেষণার জন্য ইউনিভার্সিটি পড়ুয়া ১৮ জন ছাত্রকে নেন। তাদের সবার বয়স ১৯ বছর।

তাদেরকে এক সপ্তাহের ছয় দিনের প্রতিদিন অনলাইনে ৮ থেকে ১৩ ঘণ্টা গেমস খেলতে দেয়া হয়। এরপর তাদের এমআরআই ব্রেন স্ক্যান করেন গবেষকরা। আবার দিনে দুই ঘণ্টারও কম ইন্টারনেটে বসতে দেয়া হয় আরেকটি ১৮ জনের দলকে। তখন দুই গ্রুপের ব্রেন স্ক্যানের রিপোর্ট তুলনা করে দেখা যায়, যারা অধিক সময় ইন্টারনেট ব্যবহার করেছে তাদের ব্রেনের ধূসর অংশে ভাঁজ পড়েছে। এই অংশে আমাদের স্মৃতিশক্তি, আবেগ, কথা বলা, দেখা, শোনা ও সারা দেহের মোটর নিয়ন্ত্রণ করে।

এর উপর ভিত্তি করে বিজ্ঞানীরা বলছেন, যারা যত বেশি ইন্টারনেটে আসক্ত হবে তাদের ব্রেনের ধূসর অংশ (গ্রে ম্যাটার) তত বেশি ঝুঁকির মুখে পড়বে। বিজ্ঞানীরা এখানেই থেমে থাকেননি। তারা ব্রেনের গভীর অংশ যাকে বলা হয় হোয়াইট ম্যাটার- সেখানেও পরীক্ষা চালিয়েছেন। এই অংশের ভিতর দিয়ে গ্রে ম্যাটারের সব স্থানে বার্তা পৌঁছে যায়। এ গবেষণাটি প্রকাশিত হয়েছে পিএলওএস ওয়ান জার্নালে।

চীনের কয়েকটি হাসপাতাল ও ইউনিভার্সিটির স্নায়ুবিজ্ঞানী ও রেডিওলজিস্ট এ তথ্য নিয়ে লিখেছেন ওই জার্নালে। তাতে বলা হয়েছে, চীনের ২ কোটি ৪০ লাখ যুবক ইন্টারনেটে আসক্ত। মার্কেট রিসার্চ এজেন্সি চাইল্ডওয়াইজ-এর মতে বৃটেনে শিশু বা কিশোররা প্রতিদিন গড়ে ৫ ঘণ্টা ২০ মিনিট টেলিভিশনের বা কম্পিউটারের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকে। রয়েল সোসাইটি অব মেডিসিনের ফেলো ডা. এরিখ সিগম্যান গবেষণায় প্রাপ্ত এসব তথ্যকে উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন। এ ব্যাপারে এখনই পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন তিনি।

অঙফোর্ড ইউনিভার্সিটির ফার্মাকোলজির প্রফেসর ব্যারোনেস গ্রিনফিল্ড বলেছেন, এই গবেষণালব্ধ ফল আমাদেরকে জাগিয়ে দেয়ার মতো। লেখাটা মানবজমিন থেকে শেয়ার করা হয়েছে। লিনক Click This Link ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.