আমাদের কথা খুঁজে নিন

   

পদ্য

বাঙলা কবিতা শিরোনাম : --------- আকাশ ও নক্ষত্র বিষয়ে নিছক-পদ্য অথবা জীবনবিমুখ শব্দমালা ___________ মূল রচনা : -------- আকাশের মন ভরে গেছে একটি তারার আলো সাহস বাড়ালো আকাশের মন মরে গেছে নিয়নের মত মুখ সহসা হারালো স্বার্থপর শূন্যতার নাম তারা ভাবে, হয়তো আকাশ! অস্তিত্ববিহীন সে মোকাম খোঁজে শুধু প্রাপ্তির উচ্ছ্বাস! আকাশ তো জেনেছিলো ঠিক__ নীল কোনও রঙ নয়, শূন্যতার অস্তিত্বের নাম! তারাটিও জ্বলে না অধিক, গ'লে পড়ে নিজের ভেতরে নিজে অহংকারী ঘাম! তারপর, একদিন, দিন কিংবা রাত__ তারাটি আবার ফিরে আসে, সালোকিত বাঁচবার গাঢ় অভিলাষে; মিলনাকাঙ্ক্ষী ছিলো, ক্লান্তিহীন, আকাশের হাত! তারাটি অবাক! রতিহর্ষে ঘনশ্বাস ইচ্ছে করে, নিজেকে জানাবে আজ ধিক! শূন্যতায় সৌন্দর্যের প্রকৃত বিকাশ___ জেনে গেল তারাটিও ঠিক! ____________ স্বাক্ষর : ----- রহমান হেনরী

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।