আমাদের কথা খুঁজে নিন

   

পদ্য নয়।



আমি তোমাকে ঘৃণা করি।
তোমার রূপ বর্ণ গন্ধকে
আমার জীবন তো বেশ ভালোই ছিল।
কেটে যাচ্ছিল কত ভালো লাগায়।
তুমি কেন এলে এভাবে?
কী আছে তোমার ? রূপ ?
তোমার ঐ রূপের চেয়ে ঢেড় রূপবতীর
চোখের জলের কারণ ছিলাম আমি।
তাহলে কী তোমার সৌরভ?
সস্তা পারফিউম সে আর এমন কী?
তাহলে? তুমি কি যাদু করেছ?
হয়তো কোন অদৃশ্য মায়াজালে বেধে রেখেছ।


আজ কেন তোমাকেই সবচেয়ে ভালো লাগে?
কেন মনে হয় তোমার রূপ এ জগতের নয়।
কেন মন পরে থাকে তোমার পরে।
কেন কেন কেন?
আমি মুক্তি চাই। আমি মুক্ত হতে চাই।
তুমি দূর হয়ে যাও আমার থেকে।



সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।