আমাদের কথা খুঁজে নিন

   

ব্রিটিশ ওপেন জিতলেন ফিল মিকেলসন

স্কটল্যান্ডের মুইরফিল্ডে প্রথম তিন রাউন্ড মিলিয়ে পারের চেয়ে দুই পয়েন্ট বেশি ছিল মিকেলসনের। কিন্তু রোববার শেষ রাউন্ডে ছয়টি বার্ডিতে পারের চেয়ে তিন পয়েন্ট কম নিয়ে শীর্ষে চলে যান ৪৩ বছর বয়স্ক এই মার্কিনি। ১০ নম্বর হোলে কেবল একটি বগি করেছেন তিনি।
শেষ ছয়টি হোলের চারটিতেই বার্ডি মেরে আর সবাইকে ছাড়িয়ে যান গত সপ্তাহেই স্কটিশ ওপেন জেতা মিকেলসন।
মিকেলসনের চেয়ে তিন শট বেশি খেলে দ্বিতীয় হয়েছেন সুইডেনের হেনরিক স্টেনসন।

চার শট বেশি খেলে এর পরের অবস্থানে আছেন ইংল্যান্ডের ইয়ান পোল্টার ও লি ওয়েস্টউড এবং অস্ট্রেলিয়ার অ্যাডাম স্কট। এর পরের স্থানেই আছেন মার্কিন তারকা গলফার টাইগার উডস।
এ বছরের ইউএস ওপেনে ষষ্ঠবারের মতো দ্বিতীয় হয়ে হতাশ হয়ে পড়েছিলেন মিকেলসন। গলফের চারটি মেজর টুর্নামেন্টের মধ্যে কেবল এটিই জিততে পারেননি তিনি।
মেজর টুর্নামেন্টগুলোর মধ্যে মিকেলসন ২০০৫ সালে পিজিএ চ্যাম্পিয়নশিপ এবং ২০০৪, ২০০৬ ও ২০১০ সালে মাস্টার্স টুর্নামেন্ট জিতেছিলেন।


ব্রিটিশ ওপেন হিসেবে পরিচিত দ্য ওপেন চ্যাম্পিয়নশিপ পেশাদার গলফের মেজর টুর্নামেন্টেগুলোর মধ্যে সবচেয়ে পুরানো।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.