আমাদের কথা খুঁজে নিন

   

নতুন বোতলে পুরানা মাল

নিঝুম রাতে, একটি টিনের ঘরে একা, বাইরে খুব বৃষ্টি হচ্ছে , বৃষ্টির শব্দ আমাকে জাগিয়ে রাখে অনেকক্ষন জোকস -১. ইশ্বর পৃথীবির জনসংখ্যা নিয়ে শংঙ্গিত । তাই তিনি একটি স্কিম ঘোষনা করলেণ। যে দেশের জনসংখ্যা যত কম সেই দেশের জন্য তত বেশি গিফট। তো যথারীতি বাংলাদেশ, আমিরিকা, ইরাক প্রেসিডেন্ট আল্লাহর কাছে গেলেনইরাকের প্রেসিডেন্ট বের হলেন একটি মটর সাইকেল নিয়ে । কারন তার সন্তান দুটি ।

আমেরিকার প্রেসিডেন্ট গেলেন তিনি বের হলেন একটি গাড়ি নিয়ে। করান তার সন্তান একটি । বাংলাদেশের প্রেসিডেন্ট গেলেন এবং অনেকক্ষন থাকার পর মলিন মুখে হেটে বের হতে লাগলেন । তাই দেখে অন্যান্যরা জিজ্ঘেস করলেন কি ব্যাপার । তিনি দাত মুখ খিচিয়ে জবার দিলেন আরে কোন শালায় যেন ইশ্বরের কাছে বলছে আমি নাকি জাতির পিতা।

জোকস-২ আমেরিকা, বাংলাদেশ এবং যথারীতি ইরাক এর প্রেসিডেন্ট তিনজন ইশ্বরের সাথে আর্জি নিয়ে দেখা করতে গেলেন। ইশ্বর তাদের কে বললেন যে কোন একটি বিষয়ে তারা প্রশ্ন করতে পারবে। আমেরিকার প্রেসিডেন্ট প্রশ্ন করলেন । । হে ইশ্বর আমেরিকা কবে বিশ্ব শাষন করবে ? ইশ্বর - ১০০ বছর পরে।

প্রেসিডেন্ট -মন খারাপ করে বললেন তত দিন কি আর বাচবো। ইরাক - হে ইশ্বর ইরাক কবে বিশ্ব শাষন করবে ? ইশ্বর - ১০০০ বছর পরে। প্রেসিডেন্ট -মন খারাপ করে বললেন তত দিন কি আর বাচবো। বাংলাদেশ - - হে ইশ্বর আমরা কবে বিশ্ব শাষন করবে ? ইশ্বর --মন খারাপ করে বললেন তত দিন কি আর বাচবো। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.