আমাদের কথা খুঁজে নিন

   

কাগজের ছোটো নৌকাখানি

দিলাম ভাসিয়ে কাগজের ছোটো নৌকাখানি তোমার বাড়ির দুয়ারে পৌছাবে একদিনই। জল গড়ানো সাঁঝের বেলা তোমার দ্বারে আমার ভেলা। আমার এতো ছোটো তরী তোমায় নিয়ে দেবো পাড়ি। পুতুল খেলার বেলা হলে শেষ খুঁজবো মোরা নতুন কোনো দেশ। জীবন তরীর তলায় যখন মস্ত বড়ো ঢেউ বন্ধু তোম‍ায় খুঁজে ফিরি, সঙ্গে আছো কেউ? আমার আছে সাগর ভরা নীল আকাশ জুড়ে উড়ন্ত গাংচিল। আমার যখন দিন ফুরোবে, ডুববে কাগজ তরী বন্ধু তোমার স্নেহ দিও, দিও প্রাণ ভরি।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।