আমাদের কথা খুঁজে নিন

   

একটিমাত্র যুক্তি

তোমাদের কেউ কি আমাকে পিছু ডেকে বলেছিলে, মেয়ে তুমি সাবধানে থেকো.. সতর্ক হয়ে পথে পায়ের ছাপ এঁকো, খুব বুঝেশুনে কথা বলো, ভয়ে ভয়ে নিজেকে লুকিয়ে পাখা মেলো... সবকিছু হারিয়ে যাবে এতটুকু ভুল হয়ে গেলে। কেউ কোনদিন স্বীকার করবেনা এই কথাতেই তোমাদের পরাজয় শুধু মৃদুস্বরে বলবে নিজের জন্য এটুকু করতে দোষ কোথায়? দোষ যে কোথায় তার কথা থাক, কথায় আসুক একটিমাত্র যুক্তি শুধু তোমাদের দৃষ্টির সামান্য বদলেই আমরা পেতাম অবারিত মুক্তি.. ভাবছো কি করে হবে দৃষ্টির পরিবর্তন- জানতে চাও? তাহলে মানব পশুর রূপ বদলিয়ে আর সব মানবের মত হও। তারপর কোনদিন আমাদের মুখ ঝলসে যাবেনা, কোন নিষ্পাপ দেহ পাশবিকতায় ক্ষতবিক্ষত হবেনা.. আর সেইসব ছবি ছড়িয়ে পড়বেনা অন্তর্জালের আনাচে কানাচে, বিকৃত সত্যের অন্ধ চোখে অদৃশ্য অশ্রু ঝরবেনা জানালার কাঁচে... কিন্তু এই কথা থেকে যায় কবিতায়- বাস্তবতা অন্য কথা বলে, তাই আজ নারী মৃত্যু লুকিয়ে বাঁচে একই আকাশের ছায়াতলে॥


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।