আমাদের কথা খুঁজে নিন

   

একটি আঁধার বিমূর্ত

সাপের শরীর হয়ে আঁধারের গাছ/ কুয়াশার বন্যায় ডুবো দেবী মাছ! ১. প্রশ্নব্যাকুল উত্তরীয় বালক তোমায় আজকে কি দেই? একটি আঁধার বিমূর্ত আর একটি নেশার ছোবল! কি দেয়া যায় রাতের দ্রাক্ষা? জল মেশানো অনল? দাউদ বীণা সুরের চেয়ে বিষন্ন আর ভালো। উত্তরীয় বালক তোমার ভেজা চোখের আলো। ২. শুনতে পাচ্ছো লাল দোপাটি মোরগফুলের ঝুটি? আজকে থেকে বন্ধু হব বন্ধু হব নদীর জলের বিষন্নতার ছুটি! শুনতে পাচ্ছো উড়নচন্ডী দুষ্টু পথের বালক? আজকে থেকে নদীর জলে কেয়া পাতার নৌকো। ভাসিয়ে হাতে চঞ্চলা রাগ ক্যামন ছুটোছুটি! শুনতে পাচ্ছো লাল দোপাটি মোরগফুলের ঝুটি? আজকে থেকে বন্ধু হব বন্ধু হব পথের ধুলোর নিত্য লুটোপুটি! পাখির সাথে বন্ধু হব বন্ধু হব রঙের আজকে থেকে নীল গোলাপি ঘুড়ি নানান ঢঙের খুব ওড়াব মেঘের দেশে শুনছো ময়না মাটি? আজকে থেকে বন্ধু হব বন্ধু হব শ্বেত কপোতের দিগন্তে তাই হাঁটি। শুনতে পাচ্ছো লাল দোপাটি মোরগফুলের ঝুটি ।

৩. চিঠিটা চিত্রা হরিনের মুখ হয়ে ছুটে গেল অরন্যে। সেই থেকে মেয়েটির কঠিন অসুখ! ছেলেটি বুঝুক তার সাধ, স্বপ্নের কালো কালো বীজ। ভালবাসা বুনে দিয়ে যাক ধোঁয়া রং কফির মগে। অসুখে মেয়েটির ক্যানো য্যানো ঘুম থেকে উঠে আজ খুব ভাল লাগে। কুয়াশা পিঠ ঘষে জানালার কাছে।

দিনে তার চিত্রল মুখ মনে পড়ে, সে মুখ চুরি গেছে জলরতীমন কতদিন কথা নেই চিঠি নেই কতদিন শীত নেই হৃদয়ের ওম! মেয়েটির চোখে আজ কতদিন নেই কাঁচা গোলাপের ঘুম! -মাহী ফ্লোরা ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.