আমাদের কথা খুঁজে নিন

   

কোথা গেলে 'বুদ্ধিজীবীর' লাইসেন্স পাওয়া যায়? সুশীল সমাজের বলো মেম্বার হওয়া যায়?

আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ, সুরের বাঁধনে। ওই আমি হাতে ধরি, পায়ে পড়ি, মিনতি করি! দাও না বলে, দাও না বলে, কেন এত লুকোচুরি? কোথা গেলে 'বুদ্ধিজীবীর' লাইসেন্স পাওয়া যায়? সুশীল সমাজের বলো মেম্বার হওয়া যায়? বয়স তো হল বটে, দাঁড়ি-চুল যাচ্ছে পেঁকে, গানও যাচ্ছি লিখে, বুদ্ধিও গিঁটে গিঁটে! আমাকেও নেবে ডেকে, গদিতে বসব বেঁকে, বলব নীতিকথা, শুনবে সব লোকে! ঔপন্যাসিক আকবর বলেন, এ যুগের পণ্ডিত হলেন-- যত বলি জ্ঞানের কথা, প্রশংসায় কৃপনতা, 'যদি', 'কিন্তু', 'তবে' বলে ঝাড়বে নিজের স্বকীয়তা! ওই আমি হাতে ধরি, পায়ে পড়ি, মিনতি করি! দাও না বলে, দাও না বলে, কেন এত লুকোচুরি? কোথা গেলে 'বুদ্ধিজীবীর' লাইসেন্স পাওয়া যায়? সুশীল সমাজের বলো মেম্বার হওয়া যায়? ওরা যদি সুশীল হলো, আমি কি জটিল বলো? কোন কলা জানল বলেই সমাজটা সুশীল হলো? কোথা দেয় এই পদবি, ঘোরালে কোন সে চাবি? কপাল আমার ফাঁটবে বলো, হবো নব বুদ্ধিজীবী! ক্ষমতায় থাকবে যারা, তারই তো নাড়ব কড়া! ধরাকে করব সরা, সঙ্গে বোঝাপড়া! সুখে-যশে কাটবে জীবন, সুখপাখিটা দিলে ধরা! ওই আমি হাতে ধরি, পায়ে পড়ি, মিনতি করি! দাও না বলে, দাও না বলে, কেন এত লুকোচুরি? কোথা গেলে 'বুদ্ধিজীবীর' লাইসেন্স পাওয়া যায়? সুশীল সমাজের বলো মেম্বার হওয়া যায়? (কথা, সুর ও কণ্ঠঃ হায়দার হোসেন লিঙ্কঃ Click This Link)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.