আমাদের কথা খুঁজে নিন

   

হাতের মুঠোয় জীবন

সহজ সমীকরণের মতোই মেলানো অঙ্কে সরল আলোয় ছুটে স্বপ্ন দূরের মুখটা সহসাই খুব কাছের হয়েছিল পদক্ষেপে পেয়েছিলাম আরও একজোড়া পা গায়ের চেনা গন্ধ, আর শরীরের মাদকীয় উষ্ণতা কল্পনার আঁধারে কোনটাই দূরে ছিল না সুখের গ্রাফটা ক্রমেই ছুঁয়েছে প্রত্যাশার পারদ। কোন এক প্রত্যুষে, তোমার হাতটা বাড়িয়েছিলে জীবনের অর্ধাংশ দিতে ফেরাবার সাহস আমার কোনকালেই ছিল না পারিনিও নি, অর্ধেকের তরে দিয়েছি পুরোটাই তুমি তো অর্ধাঙ্গিনী নও, আমার সম্পূরক সত্ত্বা। তোমার কোমলতায় আমার রুক্ষতা বেমানান লাগেনি খুব বেশি মিলে গিয়েছিল হাতদুটো এই বন্ধনে সুখ ছিল, স্বপ্ন ছিল, বাস্তবতার তাগিদ ছিল ঐ হাতের মুঠোয় আমার জীবন ছিল ছিল এক অর্বাচীন সুখ।  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.