আমাদের কথা খুঁজে নিন

   

অহংকার

হ ম বৃরহস্ ৃ নডৃজটহাজদ মহসি হয়তোবা কোন এক অমাবস্যায় অথবা পুর্ণিমায় আমাদের দেখা হবার কথা ছিল, হয়তোবা আমি তুমি কিন্তু শাঁওলা আর তার শ্যাঁত শ্যাঁতে পিচ্ছিল পথে ঘাড় ঘন সবুজের পথে তলোয়ারের ঝিলিক দেয়া আলো জানান দিয়েছিল ভালবাসা দেখেছে তাই হয়তো বার বার পিশে ফেরা আমি হারিয়ে যাই এবার জেগে উঠে বলি নাআআ দুস্বপ্ন নয় এ আমার ভালবাসার জয় তাই আমি ঘুমিয়ে আর কাঁদি না হাজার তারা ভরা কালো আকাশে তোমাকে আর খুজি না বড় অহংকারে সুর্যের দিকে তাকিয়ে অহংকারে দাঁড়িয়ে বলি অ আ ই ঈ

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।