আমাদের কথা খুঁজে নিন

   

অহংকার

"পসার বিকিয়ে চলি জগৎ ফুটপাতে, সন্ধ্যাকালে ফিরে আসি প্রিয়ার মালা হাতে"

অহংকার তুমি নিজেকে সুন্দরী বা অপ্সরী যা খুশী ভাবতে পারো- আমি কুৎসিত বা কদাকার- এমন কথা কেউ বলেনি। তোমার চারিপাশে বসন্তের কোকিল সদাই মুখরিত, আমার আঙিনায় অজস্র ফুলের সমারোহ। তুমি লাল গোলাপের খোঁজে ছুটে বেড়াও শাহবাগ থেকে বেইলী রোড-আমি নিভৃতে ফুল ফোটাই অসংখ্য মানব মনে। তুমি গোলাপের রঙে বিমোহিত হও, ছুঁতে চাও পাঁপড়ি; আমি কাঁটার জ্বালা উপেক্ষা করে শত শত ফুল সাজাই বৃন্তে। তোমার চোখে যৌবনের দ্যুতি, ঠিকরে বেরোয় আনন্দে, উচ্ছাসে- আমি এক পড়ন্ত বিকেল, কনে দেখা আলোয় তোমাকে রাঙাই উজ্জ্বল বর্ণে। তুমি ভুলে যাও সূর্য ডুবে গেলে সবই অন্ধকার, অদৃশ্যের তুমি-আমি আছে কী কোন তফাৎ? তবে আজ কিসের এতো অহংকার? যৌবনের দ্যুতি ফিকে হলে, তুমিও ঢলে পড়বে অস্তাচলে, জোছনার প্লাবনে ভেসে যাবে মনের যতো কৃত্রিম উচ্ছাস। তোমার রূপালী চুলে বেণী কাটতে কাটতে একদিন চাঁদের বুড়িও দীর্ঘশ্বাস ফেলবে। আমি আকাশের তারা হয়ে ভাববো- যে চোখে জ্বলে অহংকারের দ্যুতি, অন্তরের দৃষ্টি তার কতটা অস্বচ্ছ!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।