আমাদের কথা খুঁজে নিন

   

কিছু একটা কি করতে পারি? দেশের লাইগা ,মায়ের লাইগা? ছোটো মাথায় কিছু বুঝতাছি না কেউ একটা আইডিয়া দেন!!

আব্বু চরম আওয়ামী পন্থী! গত ৩ দিন রাত ১ টা ২ টা পর্যন্ত ঝগড়া যুক্তি পাল্টা যুক্তি চলতো কিন্তু সঠিক তথ্য না থাকা্য় হার মানতাম! কালকে ব্লগের কয়েকটা লেখা পইড়া সব সম্পর্কে পরিষ্কার ধারনা পাইলাম! আর রাতেই বাপরে ধরাশায়ী! কিন্তু এমন কইরা রাস্তায় নাইমা সরকার আর এই গ্যাস চুক্তিরে ধরাশায়ী করতে না পারার মইধ্যে কতখানি আত্নগ্লানি আর কাপুরুষতা তা যে অনুভব করে সেই বুজে!!! ভাইরে যারা আন্দোলনে সক্রিয় ভুমিকা রাখতেছেন অথবা যারা পর্দার আড়ালে সমর্থন জানাইতাছেন সবার কাছে একটা আইডিয়া ভিক্ষা চাইতাছি। আমরা যারা বাইরে আছি কিন্ত অন্তরের অন্ত:স্থল থাইকা হরতাল সমর্থন করি আর অংশ নিতে না পারায় আত্নগ্লানীর শেষ নাই তারা কি শুধু মাত্র নৈতিক সমর্থন দেওয়া ছাড়া আর কিছু করতে পারে???দেশের প্রয়োজনে যতো ক্ষুদ্রই হোক কিছু একটা করতে পারি??? যেকোনো কিছু!! একটু জানাইবেন কৃতজ্ঞ থাকমু!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.