আমাদের কথা খুঁজে নিন

   

চট্টগ্রাম কি বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন কোন স্থানের নাম? আর মিডিয়া স্বাধীনতার নামেই বা এ কেমন মিথ্যাচার?

₩℮ℓ¢☻₥℮ Ŧ◙ ღẙ Ħє†† ☠ একটি স্বাধীন দেশের নাগরিক কেন এক জেলা থেকে অন্য জেলায় যেতে পারবেনা? চট্টগ্রাম কে কি জামাত রাজাকারেরা দখল করেনিছে? এ কেমন প্রশাষন দিয়ে সরকার দেশ পরিচালনা করছে? প্রজন্ম চত্তরের আন্দোলনকারীরাতো আর হামলা বা সন্ত্রাস করার জন্য চট্টগ্রামের পথে রওনা দিয়েছিলনা। তারা বরাবরই বলে এসেছে যে তারা সকল ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। তার পরেও কি ভাবে ইসলামের মুখোশধারীরা তাদেরকে প্রতিরোধ করার হুমকি দিতে পারে? যেখানে অবিশ্বাষী বা বিধর্মীদের সাথেও অত্যন্ত নরম সুরে কথা বলা ইসলামের বিধান। আর রাজাকারদের বিরুদ্ধে আন্দোলনকারীদের নিয়ে কিছু কুচক্রি মিডিয়া দিনের পর দিন মিথ্যা বানোয়াট সংবাদ প্রকাশ করে চলেছে শুধু বাকস্বাধীনতার নামে। এটা কি সরকার দেখতে পাচ্ছে না? তারা এমন এমন সংবাদ প্রকাশ করে চলেছে যার কোন সূত্র বা উৎসের নাম উল্লেখ থাকেনা।

তারা আজকের সংবাদে প্রকাশ করেছে যে শাহবাগ আন্দোলনকারীদের গাড়িতে মাদক ও অস্ত্র পাওয়া গেছে। একের পর এক তারা এইরকম চরম মিথ্যাচার করে আসছে তার জন্য কেন শক্তভাবে প্রতিবাদ আসছেনা। দেশে কি মিডিয়া আইন বলে কিছুই নেই? এখন এই দেশের একটা শিশুও বলতে পারে যে শাহবাগের আন্দোলনকারীরা কোন অস্ত্রে বল বা পেশী শক্তি দেখায় না। আর এটা কত বড় হাস্যকর একটা সংবাদ যে কিছুলোক চট্টগ্রামে সেবন করার জন্য মাদকদ্রব্য ঢাকা থেকে বয়ে নিয়ে যাচ্ছে। এটা কি কোন বিশ্বাষ যোগ্য তথ্য? কে না জানে যে বাংলাদেশের প্রতিটা জেলায় মাদক কতটা সহজলভ্য।

তার পরেও আমরা আজীবন সুনে আসছি চট্টগ্রামই বাংলাদেশে ড্রাগ প্রবেশের গেটওয়ে। কেন ঐ পত্রিকাটার বিরুদ্ধে কেও মামলা করছেনা। কেনই বা ঐ জঘন্য মিডিয়াটার বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তোলা হচ্ছে না? ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.