আমাদের কথা খুঁজে নিন

   

স্বপ্ন প্রবাল

শাকিলা তুবা চুপচাপ বসে আছি উদার সৌন্দর্যের কাছে ঝিলিক দিয়ে শূন্যে উড়ছে বাজ অপার্থিব রঙের পায়ে কাঁচপোকা জ্বলে এই উদ্যান আমায় ধ্যানমগ্ন করে অনায়াস। সমুদ্রের তলদেশে প্রবাল প্রাসাদ বাগানগুলো লাল, নীল প্রবাল ফুলে দ্যুতিময় উপরে তাকালে দেখি ভাসমান পানির আকাশ মাছেদের দুরন্ত লেজে বাড়ি খায় জলজ মেঘ। যাব না, আমি আর ফিরে যাব না পৃথিবীর নোংরা, ঘোলা কাদাজল চেতনানাশক এখানে জ্বালা, ওখানে ক্রোধ ছড়ানো ছিটানো ফুলের পাপড়ি খেতে খেতে লোকে কবিতা লেখে এমন নির্দয় স্থানে কি করে পাব ঠাঁই? এবার বিদায় দাও, চলে যাই জলতলের কৌটোয় পড়ে আছে ভ্রমর হৃদয় নির্বাসিত আত্মায় সাঁতার কাটে স্বপ্নের প্রবাল দ্বীপ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.