আমাদের কথা খুঁজে নিন

   

দুইদিন আগেও বুঝতাম না................Mozilla Firefox কি??

প্রেমন খুব বেশিদিন আগের কথা নয়। তখন Class Eight এ পড়তাম মাঝে মধ্যে স্কুল ফাকিঁ দিয়ে এদিক ওদিক ঘুড়ে বেড়াতাম। একদিন হঠাত দেখলাম যে এক্তা বড় দোকান, বাহিরে একটা সাইনবোর্ড। সেখানে লেখা - Friend Touch Cyber Cafe এখানে Internet Browsing করা হয়। তখন আমি দোকানের ভেতরে ঢুকলাম এবং দোকানের বড় ভাইকে জিজ্ঞেস করলাম ।

ভাই কিভাবে Internet Browsing করতে হয় ?? তখন তিনি বললেন রেগুলার আস Browsing কর। আস্তে আস্তে শিখবে। ঘন্টা - ৩০ টাকা। তখন আসলে আমার Browsing করার কন ইচ্ছা ছিলনা। পাড়ার একটা দোকান থেকে দুই-চারটা Movie ( আশাকরি বলার প্রয়োজন নেই) এর DVD নিয়ে দেখতাম।

সময়টা ভালভাবেই কাটছিল, হঠাত একদিন কেন জানি মনে হল Mozilla Firefox জিনিস্টা কি?? তখন ওইটাতে Click করলাম এবং দেখলাম যে Yahoo এর একটা Homepage আসছে, এবং তার পাশে সারিঁবদ্ধভাবে দেয়া আরো আছে Music,Video,Picture,Games,Entertainment আরো অনেক কিছু, তখন Games এ Click করতাম এবং Streaming হওয়ার পর উল্টা-পাল্টা Mouse,Key-Board চালাতাম। এর কিছুদিন পর Cyber Cafe এর এক ভাইয়া Yahooতে একটা Account খুলে দিল () কিন্তু কেও কোনো মেইল - টেইল পাঠাত না। তখন নিজেই উল্টা-পাল্টা Account এর Friend বানাতাম। Class - Nine এর Second Semister Exam এর পর গেলাম ঢাকায় মামার বাড়িতে। তখন দেখলাম আমার একটা Cousin Facebook নামে একটা Website এ কি করছে তখন বুঝতে পারছিলাম না।

দেখতাম এই কোনো Friend কে Search দিয়ে তার Picture দেখছে আবার অন্যকোনো Friend এর সাথে Chat করছে ত প্রথমদিন মোটামোটি ভালই লাগলএই পাগলামি, আমি বললাম ভাইয়া আমাকে একটা Account খুলে দাও। তখন দিল একটা Account খুলে (Maruf Hasan Pramon) নামে। আস্তে আস্তে Facebook চালানো শিখলাম, Song,Movie,Picture Donload করা শিখলাম Youtube এ Video দেখতে শিখলাম, এবং অবশেষে ব্লগ লিখা শিখলাম। যদিও Internet সম্মন্ধে তেমন কিছুই শিখি নাই, তবে মাঝে মাঝে মনে হয় দুইদিন আগেওতো বুঝতাম না Mozilla Firefox কি?? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.