আমাদের কথা খুঁজে নিন

   

শুক্র ও শনি দুইদিন বন্ধের মজা এখন টের পাই

সময়ের স্রোতে ভাসমান খড়কুটোর মত ভাসতে ভাসতে একদিন হারিয়ে যাব মহাকালে

ছাত্রাবস্থায় তৎকালীন সরকারের দুই দিন ছুটির সিদ্ধান্তের বিরুদ্ধে কত মুন্ডুপাত করছি। আর এখন দুইদিনের ছুটিরে মনে হয় দুনিয়ায় বেহেশতী মেওয়া। তার উপর চাদের উপর নির্ভরশীল কোন ছুটি যদি কোন কারণে শুক্রবার থিকা বিষ্যুদবার অথবা শনিবার থিকা রবিবারে যায় তাইলে তো বোনাসের উপরে বোনাস। কিন্ত ২০০৯টা ১টা কুফা বছর। দেখেন এবারের ছুটির অবস্থাঃ ১. ২১ ফেব্রুয়ারী-শনিবার -১দিন ২. ১ মে-শুক্রবার -১দিন ৩. ৯মে (বুদ্ধ পূর্ণিমা)-শনিবার -১দিন ৪. ৭ আগস্ট (শবই বরাত)-শুক্রবার (চাঁদ দেখার উপর নির্ভরশীল) -১দিন ৫. ১৫ আগস্ট - শনিবার (৭ নভেম্বর ও শনিবার আছিল, কাজেই বিএনপি - আলীগ বইলা না, বছরটাই কুফ।) -১দিন ১৮ সেপ্টেম্বর (শবইক্কদর)-শুক্রবার (পরকালের নেকীর আশায় এইটারে গোনা থেইকা বাদ দিলাম) ৬. ২৭ ও ২৮ নভেম্বর (ঈদউলআযহার বন্ধের ১ম ২দিন)- শুক্র ও শনিবার-২দিন ৭. ২৫ ডিসেম্বর (ক্রিসমাস ডে)-শুক্রবার বোঝেন তাইলে ১ বৎসরেই পুরা ৮ দিনের ছুটি লুসকান

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.