আমাদের কথা খুঁজে নিন

   

নাস্তিক আস্তিক ক্যাচাল লাগিয়ে ওরা যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিকে ভুলিয়ে দিতে চায়

১৯৭১ সালে এ রকমই হয়েছিল। যারা মুক্তিযোদ্ধা ছিল তাদের নাস্তিক বলত রাজাকাররা। মুক্তিযোদ্ধাদের ভারতের দালাল বলত রাজাকাররা। পাকিস্তানের বিপক্ষে গেলেই সে হয়ে যেত নাস্তিক, সে হয়ে যেত ভারতের দালাল। ২০১৩ সালেও একই ঘটনা ঘটছে।

রাজাকারদের দল যুদ্ধাপরাধীদের বিচার চাইলেই তাকে নাস্তিক বানিয়ে দিচ্ছে, ভারতের দালাল বানিয়ে দিচ্ছে। অথচ গণহত্যা, গণধর্ষণ, লুণ্ঠন, অগ্নিসংযোগ, ধর্মান্তরকরণসহ মানবতাবিরোধী অপরাধের বিচারের সাথে ধর্মের কোন সম্পর্ক নাই। তারা গায়ের জোরে এটার সঙ্গে ধর্মকে জুড়ে দিচ্ছে। উদ্দেশ্য একটাই, যুদ্ধাপরাধীদের ফাঁসির দড়ি থেকে বাচানো। আমরা আম-জনতা বিভ্রান্ত হচ্ছি।

আমাদের বিভ্রান্ত করার জন্য ওদের প্রচার মিডিয়া দৈনিক আমার দেশ, দৈনিক নয়া দিগন্ত, দৈনিক সংগ্রাম মিথ্যার বেসাতি খুলে বসেছে। তারা যে কোন মূল্যে শাহবাগের আন্দোলনকে নাস্তিকদের আন্দোলন বানাতে চায়। অথচ বাস্তবতা হল, শাহবাগ আন্দোলন নাস্তিকদের আন্দোলন নয়। শাহবাগ আন্দোলনের সঙ্গে ধর্মের কোন সম্পর্ক নাই। শাহবাগ থেকে যুদ্ধাপরাধীদের বিচার চাওয়া হচ্ছে।

ইসলামের কোথায় লেখা আছে গণহত্যাকারী, গণধর্ষণকারী, লুণ্ঠনকারীদের বিচার চা্ওয়া যাবে না ? সবচেয়ে দুঃখের ব্যাপার হচ্ছে, বিএনপির মতো রাজনৈতিক দল যুদ্ধাপরাধী রাজাকার জামাত শিবিরের পকেটে চলে গেছে। বিএনপিতে থাকা মুক্তিযোদ্ধারাও আজ ব্যক্তিগত স্বার্থে খালেদা জিয়া যা বলছে তার সঙ্গে সুর মেলাচ্ছে। বাংলাদেশে রাজনীতি মানে চামচামি এটা তারই প্রমাণ। ভোটের রাজনীতির কথা খেয়াল রাখলেও খালেদা জিয়ার উচিত ছিল তরুণদের দাবীর প্রতি শ্রদ্ধা জানানো। প্রথম দিকে বিএনপি শাহবাগের প্রতি সমর্থন জানিয়েছিল।

১ কোটি ভোটার তরুণ। তাদের প্রতি তো অবহেলা করা যায় না। কিন্তু জামাতী মিশনে এখন ১ কোটি ভোটারের দাবিও অগ্রাহ্য করছে বিএনপি। তারা জামাতের খপ্পরে পড়েছে। তরুণ প্রজন্মের প্রাণের দাবি হল যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবি।

এটার সঙ্গে ধর্মের কোন সম্পর্ক নাই। যারা এটাকে ধর্মের সঙ্গে গুলিয়ে দিচ্ছে তাদের উদ্দেশ্য হল যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করা। এর জন্য তারা ধর্মের দোহাই দিয়ে যথেচ্ছ মিথ্যাচার করে যাচ্ছে। তাদের মিথ্যাচারের কারণেই অনেকে সাময়িক বিভ্রান্ত হয়ে যাচ্ছেন। অবশ্য মিথ্যাচার বেশি দিন টেকে না, ধর্মের নামে মিথ্যাচার করলেও টেকে না।

১৯৭১ সালেও টেকে নি, ২০১৩ সালেও টিকবে না। জয় আমাদের হবেই। জয় তরুণ প্রজন্মের হবেই। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.