আমাদের কথা খুঁজে নিন

   

সবুজে সবুজ পাখা



মানুষ স্বাভাবিক অবস্থায় চোখে আলোক বর্ণালির যতটুকু অংশ দেখে, তার মাঝে সবুজ রঙের পরিমাণটাই নাকি বেশি। আর ফেভারিট কালার হিসেবে নীলের পরেই সবুজের স্থান। অন্যদিকে প্রাকৃতিক বিশ্বে সবচেয়ে পরিব্যাপ্ত রঙ হল সবুজ। ইনটেরিয়র ডিজাইনের ব্যাকড্রপ হিসেবেও এ রঙ মানানসই। কারণ আমরা সব জায়গায় এ রঙ দেখে অভ্যস্থ।

সবুজ রঙ মনকে শান্ত ও সতেজ করার মাধ্যমে ঠাণ্ডা ও উষ্ণতার অন্তর্নিহিত গুণটাকে প্রাকৃতিক পন্থায় ফুটিয়ে তোলে। এ কারণে সবুজকে শান্তি ও প্রতিবেশের রঙ বলা হয়। সবুজ রঙের একটা প্রাতিষ্ঠানিক চেতনাও রয়েছে যা সরকারের ইস্যুকৃত রেসিডেন্টশিপের সাথে (যেমন গ্রিনকার্ড) জড়িত। বিশেষজ্ঞরা বলেছেন, সবুজ রঙ মন শান্ত করে, মানসিক ও শারীরিক আরাম দেয়, অবসাদ, অস্থিরতা ও উদ্বেগ কমায় এবং আত্মনিয়ন্ত্রণের শক্তি জোগায়। শাস্ত্রে সবুজ রঙের বন্দনা রয়েছে।

হিন্দু শাস্ত্রে বলা হয়েছে, হৃদচক্রের রঙ সবুজ। এটার নাম ‘অনাহত’। অভিধানে বলা হয়েছে, 'যৌগিক ষটচক্রের অন্তর্গত চতুর্থ চক্রের নাম অনাহত। এ চক্র বুকে ঠিক মাঝখানে অবস্থিত। ' সবুজ রঙ বিশ্ব জুড়ে নিরাপত্তার প্রতীক।

আবার একাধিক ধর্মে পুনরুত্ত্থান ও আত্মিক সংস্কারেরের প্রতীকও বিবেচিত হয়। মক্কায় হাজিদের তাঁবুও সবুজ রঙের হয়। ইরানে সবুজ, নীল-সবুজ আর নীল রঙ পবিত্র। কারণ এ তিনটি রঙ নাকি স্বর্গের প্রতীক। জাপানে সবুজ রঙ পার্থিব জীবনের প্রতিনিধিত্ব করে।

আজটেক কালচারে সবুজ রঙ রাজকীয় বিবেচিত হত। এ কারণে আজটেক অধিপতিরা মাথায় পাখির সবুজ পালক পরিধান করতেন। বিশ্বে মাত্র একটি একক রঙের পতাকার মালিক লিবিয়া এবং রঙটি সবুজ। চীনে সবুজ চুনিপাথর সদ্গুণ ও সৌন্দর্যের প্রতীক। বসন্তকালের সাথে সম্পৃক্ত হবার কারণে পর্তুগালে সবুজ রঙকে আশা-ভরসার প্রতীক ভাবা হয়।

অন্যদিকে স্কটটল্যান্ডের পার্বত্য ভূমির অধিবাসীরা সবুজ জামাকে সম্মানের চোখে দেখে। বিশ্বের একাধিক ধর্মীয় অনুষঙ্গের সাথেও সবুজ রঙ জড়িত। হযরত মুহাম্মদ (সা.) সবুজ জুব্বা ও সবুজ পাগড়ি পরিধান করতেন। সেলটিক মিথে উর্বরতার দেবতা সবুজ রঙের সাথে জড়িত। অন্যদিকে বিশ্বের পরিবেশাবাদী সংগঠনগুলো তাদের আন্দোলনকে সবুজ রঙের মাধ্যমে প্রতীকায়িত করে।

আবার এইচ অ্যান্ড আর ব্লক, বিপি, হেইনকেন, স্টার বাঞ্চস, দ্য মাস্টার্স গলফ টুর্নামেন্ট, রোলিং রক, গার্নিয়ার ফুকাটিস ও জন ডিয়াবের মত আন্তর্জাতিক প্রতিষ্ঠান ও ইভেন্টগুলো সবুজ রঙের সাথে সরাসরি সম্পৃক্ত। স্প্যানিশ কবি ও নাট্যকার ফেদেরিকো গার্সিয়া লোরকা সবুজ রঙ ভীষণ ভালোবাসতেন। শুধু কি তাই? তিনি সবুজ বাতাসও কামনা করতেন। বিশ্বে সবুজ রঙের বন্দনা আছে। আবার এ রঙটাকে পছন্দ করেননি, এমন বোদ্ধাও আছেন।

তারপরও সবাই এটাই মেনেছেন, বিশ্বের দৃশ্যমান রঙগুলোর মাঝে সবুজের প্রাধান্যকে অস্বীকার করার উপায় নেই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.