আমাদের কথা খুঁজে নিন

   

গিয়েছিলাম সবুজে

- নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা -

আমার হারিয়ে যাওয়া তুমুল কালো মেঘ। তোর হারিয়ে যাওয়া কাশের বনে। গ্রামে গিয়ে কখনো দু-একদিনের বেশী থাকা হয় না। এই অল্প সময়েই অনেক কিছু করি। গ্রামে কী কী করেতে ভালো লাগে তা বলতে ইচ্ছে করছেঃ জুতো হাতে নিয়ে খালি পায়ে হাঁটতে।

(ঢাকায় একদিন হেঁটেছিলাম) বিকেলে আর রাতে পুলের উপর বসে বসে হাওয়া খেতে। মানুষের সাথে কথা না বলতে (যদিও বলতে হয়)। পুকুরে গোছল করতে। (সাঁতার কাটার জন্য) মাঝে মাঝে ক্রিকেট খেলতে। (ভালো খেলি দেখানোর জন্য) চাচাতো ভাই-বোনদের লেখাপড়া নিয়ে শাসন করতে।

(কারণ সবার ছোট বলে নিজের বাসায় করতে পারি না) আরও আছে কিন্তু এখন মনে পড়ছে না। । ছবিগুলো আমার বাড়ির আশে-পাশের....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।