আমাদের কথা খুঁজে নিন

   

হেরে গেলাম আপনাদের ভালোবাসার কাছে...।

ব্যবসা যদি করতেই হয়, তাহলে শেয়ার ব্যবসা-ই করব। জীবনে অনেক কিছু শেখার আছে, জানার আছে, বোঝার আছে...। কিছু ভাল কথা যে, মানুষের মনকে কতটা প্রভাবিত করতে পারে এটাই তার প্রমান। পারলাম না আপনাদের এত এত ভালোবাসাকে ফিরিয়ে দিতে। সুধু কিডনি না, নিজেকেই বিক্রি করে দিলাম আপনাদের নিস্বার্থ ভলোবাসার কাছে।

নতুন ভাবে চিন্তা করতে শিখলাম জীবন নিয়ে। দোয়া করবেন আমার জন্য। আমার আম্মুর ব্যাপারে হয়তো অনেকের মনে একটা ভুল ধারনা কাজ করছে, মা এমন হয় কি করে যে, কিডনি বিক্রি করে তার টাকা শোধ দিতে হবে!। আসলে ব্যাপারটা তেমন না, আমি চেয়েছি আমার কারনে পরিবারে যেন কোন অশান্তি না হয়। আর আমার উপর তাদের অনেক বিশ্বাস ছিল এবং এখন ও আছে।

তাই এই বিশ্বাসটাকে নষ্ট করতে চাইনি বা এখন ও চাইনা। একটু ভেবে দেখুনতো আমার উপর কতটা বিশ্বাস বা আস্থা থাকলে এত গুল টাকা আমার হাতে তুলে দেয়। একই কথা প্রযোয্য আমার রিলেটিভ দের ক্ষেত্রেও। তাই তারা চাওয়া মাত্রই আমি তাদের টাকা দিয়ে দিয়েছি এবং আম্মুর টাও দিতে চেয়েছি যেন আমার উপর তাদের বিশ্বাসটা নষ্ট না হয়ে যায়। আমি জানি, আম্মুর পায়ে ধরতে হবেনা সুধু একটু বুঝিয়ে বল্লেই হবে।

আমার আম্মুকে আমি অনেক ভালবাসি তাইত তার মনে কস্ট দিতে চাইনি। আর এই কিডনি বিক্রির কথাও আমি তাকে কখনও বলতাম না। এটা সোনার পরে একটা কিডনি নিয়ে হয়ত আমি বেচেঁ থাকতাম কিন্তু আমার আম্মু থাকত না। আমার মনে হয় পৃথিবীর কোন মা ই এটা মেনে নিতে পারবেনা। আমি ভেবেছি এভাবে, একটা কিডনি নিয়েওতো মানষ বাঁচে তাইনা! আর যদি এই কিডনি বিক্রি করে সবার বিশ্বাস, সবার ভালবাসা এবং পরিবারের শান্তি ধরে রাখা যায় তাহলে সেটাইত ভাল।

আমি জানি এটা (কিডনি বিক্রি) জীবনের জন্য অনেক বড় ঝুকির একটা কাজ। কখনও ভাবতে চাইনি এভাবে, কারন আমি জানি ভাবলেই মনটা দুর্বল হয়ে যাবে। এটাকে আমি খুব সহজ ভাবে নিয়েছি। পোস্ট দেবার পর একটা অপরিচিত নাম্বার থেকে যখন রিং হচ্ছিল তখন আমি বুঝে গিয়েছিলাম এই ফোনটা আমার কিডনির জন্যই, বুকের মাঝে কেমন যেন করে উঠল, কিন্তু এই কেমন করে উঠাটাকে অমি পাত্তাদিতে নারাজ, মনটাকে বুঝ দিলাম এটা খুব সহজ কাজ অনেকেইত করে তুই ও পারবি, তোর এই সামান্য কাজের জন্য যদি তোর পরিবারের সাবার ভাল হয় তবে তুই কেন করবি না? তুই কর কথা শুনবি না কিডনি তোকে বেচতেই হবে। খুব সহজ ভাবেই তার সাথে কথা বললাম।

কিন্তু কিডনির দাম ঠিক করা নিয়ে বিপাকে পড়লাম কত দাম হতে পারে, কত দাম চাইতে পারি! আমি চেয়েছি আম্মুর টাকা শোধ করার পরেও যেন আমার হাতে ৫লক্ষ টাকার মত থাকে কারন আমি এই টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করব। যেটা আমার প্লান ছিল শেয়ার ব্যবসা শুরু করার আগে থেকেই। ভেবেছিলাম বিবিএ পাশ করে বের হতে হতে, শেয়ার ব্যবসা থেকে যে লাভ আসবে এবং আম্মুর কাছ থেকে কিছু টাকা নিয়ে কম্পিউটার বিজনেস শুরু করব (এ বিষয়ে আমার ভালই ধারনা আছে)। আমি জানি আমার হতে ৫লক্ষ টাকা থাকলে অনেকেই আমাকে ব্যবসা করতে টাকা দেবে। অনেক কিছু লিখলাম ভুল হলে মাফ করবেন।

হেরে গেলাম আপনাদের ভালোবাসার কাছে। রাতে একটা স্বপ্ন দেখেছি। ভেবে ছিলাম সেটা নিয়ে পোস্ট দিব কিন্তু এখন আর দিতে ইচ্ছা করছে না। --------------------------------------------------------------------------- আমি অনেক চিন্তা ভাবনা করেই এই সিদ্ধান্ত নিয়েছি। কোন ব্লগার কি আমাকে হেল্প করতে পারেন... কোথায় গেলে কিডনি বিক্রি করতে পারব।

বড় কোন হসপিটাল অথবা ক্লিনিকে যোগাযোগ করলে কেমন হয়...?। যেমন, ল্যাবএইড বা স্কয়ার হসপিটাল। আর একটা কথা কেমন দাম পেতে পারি? ইনফরমেশনস [/su *বয়স ২৪ বছর। *কখনও ধুম পান করিনি। *কোন ধরনের বাজ নেশা নেই।

*বড় ধরনের কোন অসুখ হয়নি। *ব্লাড গ্রুপ এ+ কিডনি বিক্রির ব্যাপারে আমার সিদ্ধান্তই চুড়ান্ত বলে গন্য হবে। যোগাযোগ : ০১৫৫******৫১ # আমি জানি না আসলে একটি কিডনির দাম কত। একটা আনুমানিক দাম যদি কেউ বলতে পারতেন তাহলে সিদ্ধান্ত নিতে সুবিধা হত। জানলে একটু জানাবেন।

আমি অপেক্ষায় রইলাম। # ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।