আমাদের কথা খুঁজে নিন

   

হিউম্যান বিহেভিয়ার

এক ভীনদেশী তারা সবাই কেমন আছো? অনেকদিন পর কীবোর্ড ধরলাম কিছু শেয়ার করার জন্য। মানুষের মানসিক চরিত্র সত্যিই হয়তো অদ্ভুত আর এটাই হয়ত স্বাভাবিক। এটা সম্পুর্ণ অনুভবযোগ্য। আমরা অনেক সময়ই বাইরে থেকে আমাদের আপনজনের সুখবর এ আনন্দ পাবার অভিনয় করি কিন্তু বাস্তবিকপক্ষে ভিতর এ কষ্টও খুব একটা কম পাই না। এটাকে আমি ঠিক হিংসা বলব না, এটাকে মনে হয় নিজের প্রতি হতাশা বোধ বলাটা বেশী যুক্তিযুক্ত হবে।

আমার জীবনে ঠিক এরকম ঘটনার সূত্রপাত হয়েছে আমি যখন ক্লাস ১০+২+২ এ। আমার ক্লাসমেট(১০+২) ডিপ্লোমা ইন্জিনিয়ারিং করতে করতে চাকরী পেয়ে গেল। শুরু হয়ে গেল দোটানা মনোভাব মনের মধ্যে। প্রথমত:, নিজের প্রতি চাকরী না পাবার ভীতি। দ্বিতীয়ত:, বন্ধু চাকরী পেয়েছে, তাকে তো অভিনন্দন জানাতে হবে।

যাইহোক, সে সময় নিজেকে বোঝানোও সম্ভব হল আর বন্ধুর চাকীর সুবাদে পার্টিও হল। এরপর বয়স যতই বাড়তে থাকে, সমান তালে একে একে অনেকেরই চাকরি প্রাপ্তি ঘটে যার সাথে নিজের টেনশন আর হতাশা সমানুপাতিক হারে বাড়তে থাকে। সম্প্রতি এক বন্ধুর(রুমমেট) আই এম এ(সিডিএস) তে চাকরীর সুযোগ সেই হতাশার বারুদে আগুন লাগিয়ে দিল !!! এভাবে যতই ভাবি, ততই মনে হয় নিজে হতাশ হই। আরেকটা ব্যাপার ছিল যেটা হল, আমাদের ব্যাচে ক্লাস ৮ থেকে অনেকেই প্রেম করত। সেসময় ওটাকে খারাপ চোখেই দেখত।

দেখাটাই স্বাভাবিক। কারন, সব বাবা-মার ই ইচ্ছে থাকে তাদের সন্তানদের মানুষ করতে, তারা যেন বিগরে না যায়! কিন্তু আমরা যারা ক্যান্ডিডেট ছিলাম, যাদের ভাগ্যে তখনো কিছু জোটেনি, ওয়ান ওয়ে লাভ এর মজাটা খুব ভালই অনূভূত হত। কালক্রমে সেটা হতাশায় পরিণত হয়। এভাবে দেখলে দেখা যায় যে আমাদের জীবনে হতাশাবোধ নতুন কিছু নয়। ছাত্র থেকে শুরু করে ভাল গুন্ডা সবার জীবনেই এই হতাশা ব্যাপারটা মনে হয় খুব কমন ফ্যাক্ট।

এখনো জীবন চলছে সবকিছু সংগে করেই। গার্লফ্রেন্ড হয়েছে, চাকরির অফার এসেছে(যদিও ভাবছি সেটা করব কিনা), হাতে আরো অপশন আসছে, পড়াশোনাও চালিয়ে যাবার ইচ্ছে আছে......................সবকিছুতে হয়ত মানিয়ে নিয়ে ...........ভালই আছি বস!!! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.