আমাদের কথা খুঁজে নিন

   

হিউম্যান রাইটস ইন্টাঃ এর সংগৃহিত কিছু ছবি।

এই বেশ ভালো আছি
ভিষণ ভালো লাগলো তাই ছবিগুলো শেয়ার করলাম। আপনার বিবেক কখনো কখনো এড়িয়ে যেতে চায় অনেক কিছু। আনন্দ কিন্ত টাকা ছাড়াও করা যায় । ধনী কিংবা গরিব শেষ ঠিকানা কিন্ত একই। আফ্রিকার একটি উদ্বাস্ত শিবিরে এ্যানজেলিনা জোলি, মনে যাই থাক কাজটা প্রসংশনীয় নিঃসন্দেহে।

বি, এম, ডব্লিউ এর হেড কোয়ার্টার। বিঃ দ্রঃ- কর্ম খালি নাই ছবিতে ক্যাপশন দেয়া, নতুন কিছু বলার নাই । নেতারা জানেনা তাদের ক্ষমতার উৎস কারা । মন্তব্য নিঃপ্রয়জন। মানবতা কিংবা ভালোবাসার হাত বাড়িয়ে দিন হোক সেটা সাদা কিংবা কালো মানুষ।

দয়া করে কিছু খাবার দিন । মানবতা এটাই । বুদ্ধিটা সুন্দর না । যুদ্ধের জন্য টাকা জোটে গরিবের জন্য নয় । কি হবে যখন অপনি এমন লোকের হাতে মোবাইল ফোন তুলে দিবেন যার উপার্যন ২ ডলার বা তার নিচে, উত্তর খুজতে আপনাকে যেতে হবে কেনিয়ায় বিশ্বব্যাংক বলছে সেখানে দরিদ্র লোকেরা খাবারের পরিমান কময়ে দিচ্ছে, বাসের ভাড়া বাচাচ্ছে পায়ে হেটে মোবাইল রিচার্জের জন্য ।

অনেক সুন্দর, তাইনা ? অনেক সুন্দর, তাইনা ? ডি, এন, এ টেষ্টের কি দরকার ? চরম সত্য । কি বলেন ? কৌতুক নয়, এটা একটা বার্তা আপনার জন্য, সবার জন্য । খাবারের স্বাদ নিয়ে অভিযোগ করার পূর্বে সেই সব লোকের কথা ভাবুন যাদের কোন খাবারই নেই । বিধাতা তোমার করুণাধারা সবার উপর সমভাবে বর্ষণ কর, একমাত্র তুমিই সেটা করতে পারো । জেনোটস লেক মেক্সিকো ।

পৃথিবীটা সত্যিই সুন্দর । এই লিংকে গিয়ে দেখতে পারেন আরো অনেক ছবি, ধন্যবাদ।
 


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.