আমাদের কথা খুঁজে নিন

   

নতুনদের এইভাবে নির্যাতন?

Still Alive - অহনো বাঁইচ্চা আচি! ব্লগীয় জগতে আমি একজন উদীয়মান তরুন ব্লগার। মনে বড় আশা নিয়ে সামুতে স্বাক্ষরআপ করেছি আজ দুই (বা ততোধিক) মাস। অনেক ব্লগ পড়লাম, কিন্তু মন্তব্য করতে গিয়ে দেখি অতি দুঃখের সহিত জানানো হচ্ছে এই বার্তা- "দুঃখিত আপনি এখানে মন্তব্য করতে পারবেন না । লক্ষ্য করুনঃ নতুন ব্লগারদের জন্য নীতিমালা - নতুন ব্লগাররা প্রথম পাতায় একসেস না পাওয়া পর্যন্ত অন্য কারও ব্লগে মন্তব্য করতে পারবেন না । কিন্তু নিজের ব্লগে পোস্ট বা মন্তব্য করতে পারবেন ।

কিছু ব্লগারের নতুন নিক রেজিস্ট্রেশন এর মাধ্যমে, ফ্লাডিং এবং ব্লগের পরিবেশ নষ্ট করার উদ্দেশ্যকে ঠেকানোর জন্য সাময়িক এই ব্যবস্থা নেয়া হয়েছে । " এখন আসলাম প্রথম পাতায় স্থান পাওয়া প্রসঙ্গে। এই প্রসঙ্গে কর্তৃপক্ষ অতীব ভদ্রতার সহিত জানাচ্ছেন যেঃ- সামহোয়্যার ইন ব্লগে... আপনাকে স্বাগতম। আপনাকে প্রথম পাতায় লেখার সুযোগ দেবার আগে আপনাকে ৭দিন পর্যবেক্ষনে রাখা হবে। প্রথম পাতায় লেখা পোষ্ট করার সুবিধা পেতে ভালো লেখা পোষ্ট করুন এবং ব্লগের নিয়ম মেনে চলুন।

তাই মেনে প্রথম পাতায় স্থান পাওয়ার আশায় একটা কবিতা লিখে পোস্ট দিলাম। অপেক্ষায় থাকলাম ৭ দিনের। কিন্তু সেই ৭ দিন আজও শেষ হয় না! কর্তৃপক্ষের নিকট প্রশ্ন, কয়টা লেখা লিখে কালের অতল গহ্বরে হারিয়ে যাওয়ার পর আপনারা প্রথম পাতায় স্থান দেবেন? এত বিধিবদ্ধ নিয়ম কানুন থাকলে তো অনেক বোকা-সোকা, নিরীহ ও গোবেচারা ব্লগার (আমার মতো আরকি!) অকালেই ঝরে যাবে!! (আর লিখতে পারছি না, কষ্টে জর্জরিত হয়ে বুকের বাম পাশে কিঞ্চিত ব্যথা অনুভূত হইতেছে!) ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.