আমাদের কথা খুঁজে নিন

   

নতুনদের তাল মিলিয়ে চলতে হবে

অভিনয়ের পাশাপাশি লেখালেখি ও পরিচালনা নিয়ে ব্যস্ত আছেন নাজনীন হাসান চুমকি। সমসাময়িক নানা কাজ নিয়ে আজ তার সাক্ষাৎকার-

 

আজ শুটিং নেই?

এ মাসে বেশ কিছু নাটকে কাজ করেছি। ঈদের জন্য আলভি আহম্মেদের একটি নাটকে কাজ শেষ করে এলাম। এছাড়া বিভিন্ন টিভি চ্যানেলে প্রচারিত ধারাবাহিক নাটকগুলোতে অভিনয় করছি।

 

পরিচালনার খবর কি?

আমি পরিচালনা শুরু করি গত বছর থেকে।

আর এটি আমার ভালো লাগার যায়গা। আগামী মাসের প্রথম সপ্তাহে আমার চতুর্থ প্রডাকশনের কাজ শুরু করব। নাটকটির নাম 'হৃদস্পন্দন'। গুলশানে নাটকটির শুটিং হবে। আশা করছি কাজটি

ভালো হবে।

 

আপনার লেখালেখির কি খবর?

এ পর্যন্ত আমার লেখা ১৮টি নাটক প্রচারিত হয়েছে। বর্তমানে জিটিভিতে 'নায়িকা সংবাদ' নামে একটি ধারাবাহিক চলছে। এ নাটকে অভিনয়ের পাশাপাশি নাটকের গল্পটিও আমার লেখা। ইতোমধ্যে ১৭টি পর্ব প্রচারিত হয়েছে। আগামী ঈদের জন্য কয়েকটি নাটক লিখব।

আমি মূলত অভিনেত্রী। অভিনয়ই আমার প্রধান কাজ। ভালো লাগা থেকে লেখালেখি করা।

 

মঞ্চে নিয়মিত হচ্ছেন মনে হয়?

আমি আবার পুরোপুরি মঞ্চে ফিরে এসেছি। আবুল হায়াতের রচনা ও রহমত আলীর নির্দেশনায় 'সূচনা' নাটকের মঞ্চায়ন হচ্ছে প্রতি মাসেই।

শীঘ্রই নতুন একটা প্রযোজনা আসছে। এখন সেটার রিহার্সেল করছি। মঞ্চ থেকে আমার দূরত্বের কারণ ছিল রাস্তার দূরত্ব। আমি উত্তরায় থাকি, আর মঞ্চের যাবতীয় কাজকর্ম শিল্পকলা একাডেমিকেন্দ্রিক। এই দূরত্ব ভেঙে নিয়মিত শিল্পকলায় যাওয়া-আসা কঠিন।

এখন সেটা কাটিয়ে ওঠার চেষ্টা করছি।

 

চলচ্চিত্রে কাজ করার ইচ্ছা আছে?

বড় পর্দায় কার না কাজ করতে ইচ্ছা করে। কিন্তু ব্যাটে-বলে হচ্ছে না। সর্বশেষ মোরশেদুল ইসলামের 'একই বৃত্তে' ছবিতে কাজ করেছিলাম। মোহাম্মদ রনির 'পুতুল কথা' নামে একটি শর্টফিল্ম করেছিলাম।

সেটা কানাডার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে বলে শুনেছি।

বর্তমানে নতুন পরিচালকদের সঙ্গে কাজ করতে কেমন লাগে?

বর্তমানে বেশ কিছু ভালো পরিচালক আমাদের নাট্য জগতে এসেছেন। তাদের কাজ আমার ভালো লাগে। তারা এঙ্পেরিমেন্টাল কাজ করতে পছন্দ করে। এখন মাঝে মাঝে ভাবি, আরও ১০ বছর আগে যদি তাদের সঙ্গে কাজ শুরু করতে পারতাম।

কিন্তু তাই বলে যে পুরনোদের কাজ পিছিয়ে আছে তা কিন্তু নয়। আমি মনে করি নতুনদের পুরনোদের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে।

* আলী আফতাব

 

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.