আমাদের কথা খুঁজে নিন

   

জবিতে ছাত্রলীগ-ছাত্রদল সংঘর্ষে আহত ৫ আটক ৭

গতকাল মঙ্গলবার সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনে কাঁঠাল তলায় ছাত্রলীগ ও ছাত্রদলের কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ায় ছাত্রদল নেত্রীসহ অন্তত পাঁচজন আহত হয়। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান খোকনকে গত সোমবার হরতালের দিন আটক করে পুলিশ। এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। এ সময় ছাত্রলীগের পদবঞ্চিত বিক্ষুব্ধ নেতা কর্মীরা শহীদ মিনারের সামনে অবস্থান করছিল। ছাত্রলীগ কর্মীরা মিছিল নিয়ে কলাভবন থেকে শহীদ মিনারের দিকে আসতে চাইলে সংঘর্ষের আশংকায় পুলিশ তাদের বাধা দেয়।

পুলিশের সাথে তর্কাতর্কির একপর্যায়ে ছাত্রলীগ কর্মীরা ছাত্রদল কর্মীদের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ছাত্রলীগ কর্মীদের সঙ্গে ছাত্রদল নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়াকালে ইটের আঘাতে ছাত্রদলের কেন্দ্রীয় সহছাত্রী বিষয়ক সম্পাদক শওকত আরা উর্মি, মৌসুমী মৌ, আসলাম, সোহেল শিকদার, সাব্বির আহত হয়। একপর্যায়ে ছাত্রদলের নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়। কয়েকজন নেতাকর্মী ইসলামিক স্টাডিজ বিভাগে শিক্ষকদের কক্ষে আশ্রয় নিলে ছাত্রলীগ কর্মীরা সেখানে হামলা চালায় বলে অভিযোগ পাওয়া যায়। এসময় বিভাগে ক্লাসরত সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পরে পুলিশ সেখান থেকে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে জগন্নাথ ছাত্রদলের যুগ্ম আহবায়ক আল আশরাফ মামুন, মাহবুবুর রহমান রবি, ছাত্রদল কর্মী জিয়াউল হাসান সোহেল ও আসাদুল্ল­াহ নামে বহিরাগত (ঢাকা কলেজের) এক ছাত্রকে আটক করে। এছাড়াও পুলিশ শিবির সন্দেহে আরাফাত আলী নামে এক ছাত্রকে এবং আরও দুজন ছাত্রদল কর্মীকে আটক করে বলে কোতোয়ালি থানার অপারেশন অফিসার মাহমুদুল হক জানান। এ প্রসঙ্গে ছাত্রলীগের আহবায়ক সাইফুল ইসলাম আকন্দ বলেন, ক্যাম্পাসের সুষ্ঠু পরিবেশ বজায় রেখে সকলকে কাজ করতে হবে। বিশৃঙ্খলা সৃষ্টিকারী যে দলেরই হউক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহবায়ক গোলাম মাওলা শাহীন বলেন, বিনা উসকানিতে পুলিশ ও ছাত্রলীগ আমাদের শান্তিপূর্ণ মিছিলে হামলা করেছে।

আমরা এর তীব্র নিন্দা জানাই। নতুন কমিটিকে বর্জন এদিকে সদ্য-ঘোষিত জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের আহ্বায়ক কমিটিকে বর্জন করে গতকাল ক্যাম্পাসে বিক্ষোভ করে ছাত্রলীগের আরিফ ও বাবর গ্রুপ। এ সংবাদটি দৈনিক ইত্তেফাকের আজকের (১৫-৬-১১)রাজধানী পাতায় দেখুন । সব ব্লগ বন্ধুদের বর্ষাবরনের শুভেচ্ছা । Click This Link ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.