আমাদের কথা খুঁজে নিন

   

জবিতে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ ছাত্রীসহ আহত ১০



জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে দুই ছাত্রীসহ অন্তত ১০ জন আহত হয়েছে। বৃষ্টির পানি নিক্ষেপকে কেন্দ করে গতকাল নতুন ভবনে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজনকে গুরুতর অবস্থায় সুমনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদেরকে প্রাথমিক চিকিত্সা দেয়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে আরিফ গ্রুপের কর্মী শ্রাবণের সঙ্গে বৃষ্টির পানি নিক্ষেপ নিয়ে ঝগড়া হয় জাকির গ্রুপের কর্মী রাহুলের ।

এ সময় জাকির গ্রুপের কর্মী রাহুল, মোশাররফসহ ৮/১০ জন শ্রাবণকে মারধর করে। ঘটনার জের ধরে আরিফ গ্রুপের কর্মীরা পরে সংগঠিত হয়ে নতুন ভবনের হিসাব বিজ্ঞান বিভাগে গিয়ে জাকির গ্রুপের কর্মীদের ধাওয়া দেয়। জাকির গ্রুপের কর্মীরা পাল্টা জবাব দিলে উভয়পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ বেধে যায়। এতে উভয়পক্ষের শিপলু, শ্রাবণ, পলাশ, সাইফুল, নীল, শাকিল, ফয়সাল আহত হয়। এছাড়া সাইমুন ও নিপা নামের দুই ছাত্রীও আহত হয়।

এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর কামাল উদ্দিন বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের অবশ্যই শাস্তি পেতে হবে। আসুন আমরা ছাত্ররাজনীতির নামে নির্বিচারে সন্ত্রাস আর চঁাদাবাজিকে না বলি । প্রকৃত মেধাচর্চায় ফিরে আসার জন্য সবাইকে উদ্বুদ্ধ করি .. লেখক: সরোজ মেহেদী জবি সংবাদদাতা | বৃহ,১২মে ২০১১, ২৮ বৈশাখ ১৪১৮ fb id sarouj mahady mail

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.