আমাদের কথা খুঁজে নিন

   

বাদল দিনের প্রথম কদম ফুল... (বৃষ্টি দিনের গান+ডাউনলোড লিঙ্ক)

শারদশশীর অনন্ত অপেক্ষায় তোর চোখের সবুজ রঙ আকাশনীল হয়ে গেলে ঠিক ধরে নিস আমি হারিয়ে গেছি ঘাসেদের দলে... বাদল-দিনের প্রথম কদম ফুল করেছ দান, আমি দিতে এসেছি শ্রাবণের গান॥ মেঘের ছায়ায় অন্ধকারে রেখেছি ঢেকে তারে এই-যে আমার সুরের ক্ষেতের প্রথম সোনার ধান॥ আজ এনে দিলে, হয়তো দিবে না কাল-- ...রিক্ত হবে যে তোমার ফুলের ডাল। এ গান আমার শ্রাবণে শ্রাবণে তব বিস্মৃতিস্রোতের প্লাবনে ফিরিয়া ফিরিয়া আসিবে তরণী বহি তব সম্মান॥ আসি আসি করে চলেই এলো আষাঢ়! এলো বর্ষাকাল। যদিও বেশ কিছুদিন আগে থেকেই বৃষ্টি হচ্ছে, তবু বর্ষা মানে অন্য কিছু। সুস্বাগত বর্ষা! বৃষ্টি আমার খুব প্রিয় একটা বিষয়! তাই বর্ষা আসবে আর আমার মনে রঙ লাগবে না (যদিও রঙ লাগার কথা বসন্তে ) এটা ভাবাই যায় না। বর্ষা বরণে কে কি করলেন? আমি তেমন কিছু করিনি।

গান শুনছি। বৃষ্টির সাথে গানটা দারুণ জমে। বাসায় থাকলে হয়ত মজা করে খিচুড়ি ইলিশ খাওয়া হত। যাইহোক। বর্ষাবরণের গানের প্লে লিস্ট নিয়ে এই পোস্ট।

আমার প্লেলিস্টে এই মুহুর্তে আছেঃ বৃষ্টি- রাগা চল বৃষ্টি তে ভিজি- হাবীব বৃষ্টি- তানিম বৃষ্টি উদাস- ন্যান্সি রহমান বৃষ্টি- তাহসান বৃষ্টি- প্রমিথিউস আকাশ মেঘে ঢাকা- ডিজে রাহাত রিমিক্স বৃষ্টি শেষ- নমন এসো বৃষ্টি নামাই- হাবীব বৃষ্টি- ওয়ারফেইজ বৃষ্টি- তপু একদিন বৃষ্টি তে- অঞ্জন দত্ত আমি বৃষ্টি চাই- শুভমিতা বৃষ্টি ভেজা সন্ধেবেলা- পার্থ বড়ুয়া বৃষ্টি- সুমন (অর্থহীন) এই বৃষ্টি ভেজা রাতে- লিংকন (আর্টসেল) বৃষ্টি হবে- ফাহমিদা নবী এপিটাফ- অর্থহীন মেঘ হলে মন- শ্রীকান্ত সে যে বসে আছে- ব্ল্যাক টিপ টিপ বৃষ্টি- শেখ ইশতিয়াক এই মেঘলা দিনে একলা- হেমন্ত ডাউনলোড লিঙ্কঃ আলাদা করে ডাউনলিঙ্ক দিলাম না। দুই পার্টে ভাগ করে জিপ করে দিলাম। পার্ট- ১ (৪৯ এম.বি) পার্ট- ২ (৫৫ এম.বি) আরো কিছু গান দেয়ার ইচ্ছে ছিল। বিশেষ করে রবীন্দ্রসংগীত। সময়ের অভাবে দিতে পারলাম না।

আপনাদের পছন্দের গানগুলো কমেন্টে দিন। লিঙ্ক সহ প্লিজ আমি পরে পোস্টে যোগ করে দেব  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।