আমাদের কথা খুঁজে নিন

   

বাদল দিনে

কে্উ তো এক বারও বলেনি,কেউতো একবারও ভাবেনি

কখনো ঝিরঝিরে আর কখনো ভারী বৃষ্টি। দিনভরই চলছে বৃষ্টির এই খেলা। এরই মধ্যে তলিয়ে গেছে নগরীর কিছু এলাকা, ঢাকা সিটি করপোরেশনের এখন দুঃশ্চিন্তার নাম বৃষ্টি। তো যাই হোক আজ সকাল বেলা ১২:১০(আমাদের সকাল বেলা একটু দেরি করে হয়),বাইরে নাশতা করতে যাব তখন লিটন ভাই বলল আজ শুধু বৃষ্টি চাই,আমি বললাম আপনের মাথায় কি হইছে,বাইরে কি কম বৃষ্টি হইতাছে । লিটন মিয়া বলল আরে মিয়া আজ তো "কনার" সাথে দেখা করার কথা,আমি একটু ভনিতা করে বললাম ,কোন "কনা" আরে ব্যাটা চিনোছ না,আমি বললাম আপনার তো কয়েক জনের লগে পরিচয়।

তো যাই হোক আমি বললাম বৃষ্টির সাথে আপনার দেখা করার relation কি?সে তুই বুঝবি না,বুঝাইয়া কন,আরে বৃষ্টি থাকলে প্রেম কইরা মজা আছে ,আমি বললাম কেমনে ,একবার, শুধু একবার বৃষ্টি নামলেই রিক্সার হুড দিয়া প্রেমে করা যায় ,আমি মনে মনে বললাম আমার এমন কবে হবে। তার ধারনা বৃষ্টিহীন নগরীতে প্রেম নেই কোনো। আর উনার আরেক সমস্যা তিনি খোলামেলা জায়গায় প্রেম করতে ভালোবাসেন না ,মানে কি ? মানে তিনি বাসায় প্রেম করতে চান ..। যাই হোক এসব কথা আর বাড়াতে চাই না তাই যত ইটকাঠের পাষান দালান বলছে, উদ্যান বলছে শোনো- বৃষ্টি চাই, ভীষণ রকম বৃষ্টি চাই,চাই নগ্‌ন হয়ে বুক চিতিয়ে ভিজতে চাই। " বাংলা ভাষায় কতভাবেই না বৃষ্টির বর্ণনা আছে।

বৃষ্টি পড়লে মন কেমন করে না এমন মানুষ কি খুঁজে পাওয়া যাবে? ইট-কাঠের নগরে এখন অবশ্য আছে বৃষ্টি বিহিন বৃষ্টি। পথঘাট ভাসিয়ে, কাদা করে তার আসা-যাওয়া। তার রূপ গ্রামবাংলার চিরচেনা বৃষ্টির চেয়ে ভিন্ন। গ্রামবাংলার চিরচেনা বৃষ্টির রুপ দেখেছেন তারা তো বৃষ্টির চেয়ে ভিন্ন কিছু মজার আছে আমার মনে হয় না,বর্ষার রুপতো দারুন ,কলা গাছের ভেলা ভাসিয়ে অনেক দুরে চলে যাওয়া,বর্ষার বৃষ্টিতে মাছ ধরা ইত্যাদি।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।