আমাদের কথা খুঁজে নিন

   

বাদল রাতে

"পসার বিকিয়ে চলি জগৎ ফুটপাতে, সন্ধ্যাকালে ফিরে আসি প্রিয়ার মালা হাতে"

বাদল রাতে আর হেসোনা অমন করে বাদল ঝরা রাত দুপুরে, আর তুলোনা ছন্দ তোমার রাঙা পায়ের ঐ নুপুরে; ঘুম জড়ানো দু'চোখ আমার স্বপ্নে বিভোর মগ্ন থাক; ভোরের আলো ফোটার আগে তোমায় শুধু ছুঁয়ে যাক। বৃষ্টি সুধায় ভিজলো না হয় নীলাম্বরী শাড়ীর আঁচল, দোষ দিওনা মাদল হাওয়া একটু যদি হয় উতল। মন ভেজানো এমন খেলা খেলছি দুজন ভালবেসে; স্বপ্ন সাধে গড়া বাসর ভাঙ্গছি আবার রাতের শেষে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।