আমাদের কথা খুঁজে নিন

   

বাদল রাত



তিনদিন বিরতিহীন ঝরছে বাদল কোন অভিমানে মেঘময় আকাশ এতই সজল? রাত দুটোয় আছি বারান্দায় দাঁড়িয়ে কাব্যময় প্রকৃতি, তবু কবিতা গেছে হারিয়ে। নিঝুম অন্ধকার ভেদ করে সূর্যের মত এক বিজলী বাতি আমায় দেখছে পারে যত। নাইট গার্ড দিব্যি ঘুমুচ্ছে হা করে নিশ্চিন্তে, স্বপ্নেও জানবেনা, সে ছিল কার পাহাড়াতে মুগ্ধ হয়ে শুনি আমি বাদলের সঙ্গীত সুরে সুরে ভেসে আসে সুদূর অতীত। রিমঝিম ছলছল মায়াময় ভাষায় এ বাদল রাত রেখেছে ঘিরে এখন আমায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।