আমাদের কথা খুঁজে নিন

   

বাদল কাটো, বাদল কাটো

শঙ্খপাপ আমার

============================ বয়োবৃদ্ধ পাথরের মুখ চিনি, মাটির সজীব উগলে এসে গিয়েছি অবাধ্য চেরীফলের দাওয়ায়; হাওয়ার রজে ঘুমের কলস। বয়েস হয় নি, কেবল শিশিরের হাতমুঠোঘ্রাণ- একটি সমান্তরাল চিহ্নচিহ্ন। বাতাসের মুখচ্ছবি এঁকে দিয়েছি তোমার সন্ধ্যেকোর্তায়- বাদল কাটো, বাদল কাটো জায়েজ। জিরানার্ত যবের ক্ষেত- অবাক রোদ্দুরের গলিপথে হেঁটে হেঁটে পাই বাঘের নখ ও প্লাবন বুনিয়াদ। দাবার দুই চাল সমাপ্ত হলো। ============================== ১৩/২/২০০৯

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।