আমাদের কথা খুঁজে নিন

   

সকল রোগের মহাঊষধ

I never knew how to worship until I knew how to love. গুলিস্থান থেকে নবাবপুর যাওয়ার পথে রাস্তার পাশে ইদানিং ঔষধ বিক্রেতাদের দেখা যাছে ডিজিটাল পদ্ধতিতে। তারা একটি ৭১ মডেল এর প্রাইভেট কার নিয়া তার উপরে মাইক লাগাইয়া বয়ান করছে যে এই ঔষধে আপনি ৩০ মিনিট ধরে সহবাশ করতে পারবেন। আর ১ টি লিফ্লেট দিছছে যাতে লেখা এই বড়িতে কোন অসুবিধা নাই। কিন্তু আমার জানা মতে এইসব ঔষধে কিডনি ও হার্ট এর ক্ষতি হয়। ১ জন ক্রেতা আগের দিন ঔষধ কিনে পরদিন অভিযোগ জানাতে আসে যে ঔষধ খাওয়ার পর তার বুকে ব্যথা করে এবং জানতে চায় এই ঔষধ কি দিয়া তৈ্রি? বিক্রেতা এর জবাব দিতে পারে নাই আরো ২-৩ জন এসে তাকে সেখান থেকে বের করে দেয়। পাশে অবশ্য মহান পুলিশ ছিল যিনি তামশা দেখতে ছিলেন। আমার প্রশ্ন সরকার এর কি দাইত্ব না যে এই সব ভেজাল ঔষধ এই রকম প্রকাশ্যে বিক্রি বন্ধ করা? আর এরা এত ক্ষমতা পায় কিভাবে?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.