আমাদের কথা খুঁজে নিন

   

মানসিক রোগের শ্রেণীবিভাগ

সব বিষয়ে জানতে ও শিখতে আগ্রহী একজন উদার মনের মানুষ।
মানসিক রোগকে প্রথমতঃ দু'ভাগে ভাগ করা হয়েছে - শরীরভিত্তিক এবং শরীরভিত্তিক নয় এমন মানসিক ব্যাধি: নিউরোসিস এবং সাইকোসিস। শরীরভিত্তিক মানসিক রোগ: কোন ব্যক্তি দুঘর্টনায় মাথায় কঠিন আগাত পেলেন। তারপর চিকিৎসায় তাঁর জীবন রক্ষা হল। কিন্তু দেখা গেল তাঁর বুদ্ধি, স্মৃতি, বিবেচনা-শক্তি, স্বাভাবিক আবেগ-অনুভুতি - সব নষ্ট হয়ে গেছে।

এক্ষেত্রে সহজেই অনুমান করা যায় যে, মাথার আঘাত মস্তিস্কের গঠনকে কিছু ওলোটপালোট করে দিয়েছে। নিউরোসিস বা বায়ুরোগ: এংজাইটি নিউরোসিস বা উৎকন্ঠা, ফোবিয়া বা আতঙ্ক, হিস্টিরিয়া ইত্যাদি। সাইকোসিস বা উম্মাদরোগ: ফাংশনাল মানসিক ব্যাধির মধ্যে এগুলো অপেক্ষাকৃত দুরূহ জটিল রোগ। সিজোফ্রেনিক ব্যাধি, ভ্রম বিকার, ডিপ্রেসিভ সাইকোসিস ইত্যাদি। সাইকোসিস এবং নিউরোসিস রোগের মধ্যে চুলচেরা তফাৎ করা খুবই কঠিন।

এই প্রধান রোগগুলো ছাড়া শরীর-মনের আরও কিছু অস্বাভাবিক অবস্থা আছে যেগুলোর সঙ্গে মানসিক রোগের সম্পর্ক খুবই ঘনিষ্ঠ। যেমনঃ জড়বুদ্ধি: নানা কারণে শৈশবে সময়মত এবং উপযুক্ত মাত্রায় মস্তিষ্কের বৃদ্ধি না হওয়ার ফলে মনের বৃত্তিগুলোরও পূর্ণ বিকাশ হয় না। বয়সে বড় হলেও তার মানসিক বৃত্তি ছোটদের মতই থেকে গেছে। প্রায়ই দেখা যায়, জড়বুদ্ধি ছেলেমেয়েদের শারীরিক গঠনেও ত্রুটি থেকে যায়। সাইকোসোমাটিক ব্যাধি: এই রোগগুলো প্রকাশ পায় শারীরিক রোগ হিসেবেই জিন্তু রোগগুলোর কারণ সুক্ষভাবে বিচার করলে অবচেতন মনের প্রবল প্রভাবের মধ্যে দেখা যায়।

ব্যক্তিত্বের বিকার: এমন কিছু ব্যক্তি আছেন, যাদের আচার-আচরণ এমনই যে এর জন্য তাঁদের নিজেদের বেশ অসুবিদা হচ্ছে অথবা যাদের সঙ্গে তাঁরা থাকেন বা কাজ করেন তাঁদেরকেও নানাভাবে বিব্রত হতে হচ্ছে। সন্দেহপ্রবণ ব্যক্তিত্ব এক রকম ব্যক্তিত্বের বিকার। মাদক দ্রব্যে আসক্তি: মদ এবং অন্যান্য মাদক দ্রব্যের প্রতি কিছু কিছু লোকের অধিক আসক্তি দেখা যায়। এ সব দ্রব্যে একবার নেশা ধরে গেলে তার থেকে অনেকে আর বেরিয়ে আসতে পারে না। যৌন বিকৃতি: স্বাভাবিক যেভাবে যৌন আকর্ষণ অথবা যৌন উত্তেজনা হয়, যৌন বিকারগ্রস্থ ব্যক্তিদের ক্ষেত্রে তার ব্যতিক্রম দেখা যায়।

পুরানো পোস্ট: ১। মানসিক রোগের কারণ ২। মানসিক রোগের পূর্ব লক্ষণ ৩। মানসিক রোগের উপসর্গ ৪। মানসিক রোগের অন্যান্য উপসর্গ ৫।

মানসিক সুস্থ লোককে কিভাবে চেনা যায় তথ্যসুত্র: মানসিক রোগ অজানা অধ্যায় - ডাঃ সজল আশরাফ মনের সুখ-অসুখ - ডঃ শিবেন সাহা মনের বিকার ও প্রতিকার - ধীরেন্দ্রনাথ নন্দী ইন্টারনেট
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.